ইংলিশ প্রিমিয়ার লিগের 'হল অফ ফেম' এ জায়গা করে নিলেন ডেভিড বেকহ্যাম ও স্টিভেন জেরার্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২১ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের হল অফ ফেমে জায়গা করে নিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের দুই আইকন ডেভিড বেকহ্যাম এবং স্টিভেন জেরার্ড। হল অফ ফেম তালিকার সপ্তম ও অষ্টম খেলোয়াড় হিসেবে যুক্ত হলেন এই দুই ইংরেজ মিডফিল্ডার।
ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন বেকহ্যাম। এই তারকা মিডফিল্ডারের ফ্রিকিক আজও চোখে ভাসে ফুটবলপ্রেমীদের। ইউনাইটেডের হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ জিতেছেন বেকহ্যাম। এছাড়া ১৯৯৯ সালের ট্রেবল জয়ে বড় ভূমিকা ছিল ডেভিড বেকহ্যামের।
এদিকে এই হল অফ ফেমে অভিনবত্ব এনেছেন স্টিভেন জেরার্ড। এই তালিকায় জেরার্ডই একমাত্র লিভারপুল খেলোয়াড় এবং একমাত্র খেলোয়াড় যিনি প্রিমিয়ার লিগ খেতাব জেতেননি। তবে প্রিমিয়ার লিগে জেরার্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। লিভারপুলের হয়ে ৭১০টি ম্যাচ খেলেছেন জেরার্ড, চ্যাম্পিয়নস লিগ সহ নয়টি খেতাব জিতেছেন তিনি।
এদিকে ডেভিড বেকহ্যাম তৃতীয় ইউনাইটেড খেলোয়াড় হিসেবে এই তালিকায় যুক্ত হয়েছেন। এর আগে হল অফ ফেমে মনোনীত হয়েছেন এরিক কান্তোনা এবং রয় কিন। এছাড়া মনোনীত হয়েছেন চেলসির প্রাক্তন মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, আর্সেনালের কিংবদন্তী ডেনিস বের্গক্যাম্প এবং ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম দুই সেরা স্ট্রাইকার অ্যালান শিয়ারার ও থিয়েরি অঁরি।