আইএসএল এর নক আউট পর্বের সূচী ঘোষণা, জানুন কবে হবে ফাইনাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ঘোষিত হল ২০২২-২৩ আইএসএলের নক আউট পর্বের সূচী। প্লে অফ খেলা হবে ৩ মার্চ এবং ৪ মার্চ তারিখ। লিগ টেবিলের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দলগুলি এই রাউন্ড খেলবে। এটি এক লেগ এর হবে।
৭ই মার্চ থেকে ১৩ই মার্চ পর্যন্ত চলবে সেমিফাইনাল রাউন্ড। গ্রুপ পর্যায় প্রথম দুইয়ে শেষ করা দলের সাথে প্লে অফ এর দুই বিজয়ী মুখোমুখি হবে একে অপরের। সেমিফাইনাল দুটি লেগের হতে চলেছে।
আইএসএলের ফাইনাল হবে ১৮ই মার্চ।
এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মুম্বাই সিটি এফসি। তাদের শীর্ষে শেষ করা একপ্রকার নিশ্চিত। দ্বিতীয় স্থানে রয়েছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ নক-আউটের জন্য ইতিমধ্যে যোগ্যতা অর্জন করে নিয়েছে। তৃতীয় স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স, চতুর্থ স্থানে এটিকে মোহন বাগান, পঞ্চম স্থানে এফসি গোয়া এবং ষষ্ঠ স্থানে রয়েছে উড়িষ্যা। তবে সপ্তম স্থানে থাকা বেঙ্গালুরু এফসি এবং অষ্টম স্থানে থাকা চেন্নাইয়ান ক্লাবও নক আউট পর্যায় যেতে পারে। নবম স্থানে থাকা ইস্টবেঙ্গলেরও ক্ষীণ আশা রয়েছে নক আউট পর্বে যাওয়ার।