বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে অলিম্পিকে দেশের হয়ে সোনা জিততে চান ড্যানি আলভেস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই বয়সের বার্ধক্যে ব্রাজিলের জাতীয় দলে ব্রাত্য হয়ে গিয়েছিলেন ড্যানি আলভেস। কিন্তু আবারও সেই স্বপ্ন ফিরে এসেছে অলিম্পিকের মাধ্যমে। আসন্ন টোকিও অলিম্পিকে ব্রাজিল দলের হয়ে খেলবেন অভিজ্ঞ এই উইংব্যাক। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ৩৮ বছর বয়সী ড্যানি আলভেস চাইবেন দেশকে সোনা জিতিয়ে আসন্ন ২০২২ বিশ্বকাপে নিজের জায়গা করে নেওয়ার।
এই নিয়ে ড্যানি আলভেস ফিফার ওয়েবসাইটে বলেছেন, "সত্যি বলতে গেলে, বিশ্বকাপই আমার প্রধান লক্ষ্য। অবাক হয়েছিলাম যখন অলিম্পিকের জন্য ডাক পেয়েছিলাম, কিন্তু পিএসজি ছাড়ার পর থেকে, আমি নিজেকে কথা দিয়েছিলাম যে আমি বিশ্বকাপ খেলার জন্য সব কিছু দেব।"
এরপর আলভেস বলেছেন, "জীবনে আপনি নিজের জন্য বড় লক্ষ্য তৈরি করেন এবং তার পিছনে যান। আপনি হয়ত সেগুলি পূরণ করবেন, হয়ত করবেন না, কিন্তু আমি যদি বিশ্বকাপে না যেতে পারি তখন আমি নিজেকে বলতে পারব যে চেষ্টার অভাবের জন্য তা হয়নি। যদি আমি না হয়ে অন্য কেউ যোগ্য হয়, আমি সেলেকাওদের সব থেকে বড় সমর্থক হব। কিন্তু আমি বিশ্বকাপ নিয়ে ভেবে চলেছি এবং নিজেকে সমর্পিত করেছি স্বপ্নপূরণের জন্য।"
যদিও অলিম্পিকে ফুটবল ইভেন্টে অনুর্ধ্ব ২৩ খেলোয়াড়দের নিয়ে দল গঠন করা হয়, কিন্তু অভিজ্ঞতার জন্য তিনজন ২৩ উর্ধ্ব খেলোয়াড়দের নেওয়া যাবে। তার একজন হলেন ড্যানি আলভেস, যিনি বর্তমানে ব্রাজিলের সাও পাওলোতে খেলছেন। এছাড়া সুযোগ পেয়েছেন অ্যাথলেটিকো পারানিয়েসের গোলকিপার স্যান্টোস ও সেভিয়ার ডিফেন্ডার দিয়েগো কার্লোস।