যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেসের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। স্পেনে আটক করা হয়েছে এই ব্রাজিলিয়ান ফুটবলারকে। কাতার বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে নেইমারের পাশে দেখা গিয়েছে দানি আলভেসকে। তিনিই ছিলেন মরুদেশের বিশ্বকাপের সব থেকে বয়স্ক ফুটবলার। এবার সেই আলভেসের বিরুদ্ধেই যৌন নিগ্রহের অভিযোগ উঠেছ, বার্সেলোনার এক নাইট ক্লাবে এক মহিলাকে যৌন নিগ্রহ করেছেন।
যার ফলে এ বার আলভেসকে আদালতে পেশ করা হবে। সেই শুনানির পর তিনি জামিনের জন্য আবেদন করতে পারবেন। ব্রাজিলিয়ান তারকা বার্সেলোনার জনপ্রিয় সাটন নাইট ক্লাবে বন্ধু-বান্ধবদের নিয়ে গিয়েছিলেন। যত কাণ্ড ওই পার্টিকে কেন্দ্র করেই। দানির বিরুদ্ধে ওই পার্টিতে উপস্থিত থাকা এক মহিলা যৌন নিগ্রহের অভিযোগ আনেন। তিনি জানান, পার্টির সময় আলভেস সম্মতি ছাড়াই ওই মহিলার অন্তর্বাসের ভেতর হাত ঢুকিয়ে দেন। প্রথমে ওই মহিলা ঘাবড়ে যান।
পরক্ষণেই বন্ধু ও নিরাপত্তারক্ষীদের ডেকে নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে নাইট ক্লাব ছেড়ে বেরিয়ে যান দানি আলভেজ। এরপর আলভেজের প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানান, ওই দিন ক্লাবে খুব অল্প সময়ের জন্যই ছিলেন দানি। তবে যে রকম অভিযোগ উঠেছে তা নাকি মিথ্যে। এরপর পুলিশ অভিযোগকারিণীর বয়ানও নিয়েছে। কাতালান পুলিশের কাছে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, ওই মহিলার অন্তর্বাসের ভিতরে হাত ঢুকিয়েছিলেন আলভেস।
লিগা এমেক্সের পুমা দল এই ঘটনার জেরে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে।