পাঁচ বছর পর এফসি বার্সিলোনায় প্রত্যাবর্তন ড্যানি আলভেসের, বেতন শুনলে চমকে যাবেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর পর আবারও নিজের দ্বিতীয় ঘরে ফিরলেন ড্যানি আলভেস। শুক্রবার এফসি বার্সিলোনার তরফ থেকে আলভেসের আগমণের কথা ঘোষণা করা হয়। চলতি বছরের সেপ্টেম্বরে ব্রাজিলের সাও পাওলো ক্লাব ছেড়েছিলেন আলভেস। আর এর জেরে ফ্রি এজেন্ট হিসেবে এফসি বার্সিলোনায় ফিরলেন এই ব্রাজিলিয়ান উইং ব্যাক।
আর এর জেরে নয়া কোচ হিসেবে জাভির প্রথম সাইনিং হিসেবে এলেন তার পুরোনো সতীর্থ। কিন্তু ঠিক কত অর্থ বেতন পাবেন তিনি বার্সায়? তা শুনলে চমকে যাবেন আপনি।
জনপ্রিয় স্প্যানিশ পত্রিকা স্পোর্ট এর রিপোর্ট অনুযায়ী, মাত্র এক ইউরো প্রতি সপ্তাহের বেতনে বার্সায় যোগ দিচ্ছেন আলভেস। বর্তমানে এফসি বার্সিলোনা খেলোয়াড়দের বিপুল বেতনের জেরে নতুন কোনও খেলোয়াড় সই করাতে কষ্ট হচ্ছে, খোদ লিওনেল মেসিকেও এর জন্য ক্লাব ছাড়তে হয়েছে। আর এর জেরে প্রিয় ক্লাবের পাশে দাঁড়াতে এত অল্প বেতন নিচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা।
তবে ৩৮ বছরের এই তারকা লা লিগার মত গুরুত্বপূর্ণ লিগে আগের মত খেলতে পারবেন? সেপ্টেম্বর মাস থেকে ফুটবলের বাইরে রয়েছেন আলভেস। যদিও এবারের টোকিও অলিম্পিকে ব্রাজিলের অধিনায়ক হিসেবে জিতেছেন সোনা। তবে আলভেসকে কি খেলোয়াড় কাম মেন্টর হিসেবে নেওয়া হয়েছে? এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।