বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হল ডালহৌসি এসির নতুন জার্সি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের ময়দান টেন্টে যেন চাঁদের হাট বসেছিল। এবং এই চাঁদের হাটের কারণ ছিল ক্লাবের জার্সি উন্মোচনের অনুষ্ঠান। ১৪২ বছর পুরোনো এই ক্লাব বর্তমানে কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলে, আর সেই টুর্নামেন্টের জন্য নিজেদের নতুন জার্সি উন্মোচন করল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, মোহনবাগান সচিব তথা ডালহৌসি ক্লাবের সদস্য দেবাশিস দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন বর্তমান সময়ের তিন তারকা বাঙালি ফুটবলার অরিন্দম ভট্টাচার্য, কিয়ান নাসিরি ও হীরা মন্ডল। এবং এই অনুষ্ঠানে বিরাজমান ছিলেন প্রখ্যাত ফুটবলার সুব্রত ভট্টাচার্য।
শুধু জার্সি উন্মোচনই নয়, ডালহৌসি ক্লাবের তরফ থেকে ফাইভ-এ-সাইড ফুটবল ও ফুটসল টুর্নামেন্ট শুরু করার ঘোষণা করেছে। এবং এই ফুটসল টুর্নামেন্টের জন্য বাংলার তিন প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে ক্লাবের তরফ থেকে।