'চেক'-মেট নেদারল্যান্ডস, অঘটনের রাতে নায়ক হোলেশ

চেক প্রজাতন্ত্র - ২ (টমাস হোলেশ, প্যাট্রিক সিক)
নেদারল্যান্ডস - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুদাপেস্টে অঘটন! কমলা ঝড়ের দাপটকে উড়িয়ে দিয়ে জিতে গেল আন্ডারডগ চেক প্রজাতন্ত্র। ১০ জনে খেলা তারকাখচিত নেদারল্যান্ডস দলকে যেভাবে বোতলবন্দী করে দিয়েছে চেকরা, তা সত্যিই অসাধারণ।
তবে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে নেদারল্যান্ডস। দারুণ কিছু সুযোগ পেয়েও মিস করে তারা। বল পজেশন বেশি থাকা সত্ত্বেও গোলমুখ খুলতে পারেনি ডাচরা। এদিকে অল্পসংখ্যক সুযোগে বেশ চাপ তৈরি করেছিল চেকরা।
তবে দ্বিতীয়ার্ধে যাবতীয় নাটক শুরু হয়। ৫২ মিনিটে প্যাট্রিক সিককে ফাউল করেন ম্যাথিয়াস ডে লিট, সেই সময় হলুদ কার্ড দিলেও ভিএআরে রিপ্লে দেখে রেফারি তা লাল কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেন। আর তারপরেই শুরু হয় চেকদের দাপট। ৬৮ মিনিটে কর্নার থেকে হেডে বল রাখেন টোমাস কালাস, আর সেই বলটিকে হেড মেরে গোল করেন টমাস হোলেশ। এরপর ৮০ মিনিটে জর্জিনিও উইনালডামের থেকে বল ছিনিয়ে নেন হোলেশ, আর দুর্দান্ত একটি রান করে পাস বাড়ান প্যাট্রিক সিকের উদ্দেশ্যে, যিনি গোল করতে কোনও ভুল করেননি।
নেদারল্যান্ডস নিজেদের সমস্ত তাস বার করেছিল। ফরোয়ার্ডদের নামিয়ে দিয়ে আক্রমণের প্রভাব বাড়ালেও কোনও লাভ হয়নি। শেষ অবধি জয় হাসিল করে নেয় চেক প্রজাতন্ত্র। কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে খেলবে চেক প্রজাতন্ত্র।