ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে স্টিম্যাচ-AIFF

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভিয়েতনাম সফরে ভারতীয় দলের হতাশাজনক পারফর্মেন্সের পর টিম ইন্ডিয়ার হেড কোচ ইগর স্টিম্যাচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
যদিও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিকাল কমিটি স্টিম্যাচকে আসন্ন এশিয়ান কাপ অবধি রেখে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এবং সেই মত ২০২৪ সাল অবধি স্টিম্যাচ হেড কোচ হিসেবে থাকবেন ভারতের।
কিন্তু এবার ভারতীয় ফুটবল দলের ভবিষ্যৎ নিয়ে আগামী শনিবার সর্বভারতীয় ফেডারেশনের সচিব শাজি প্রভাকরণের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন ইগর স্টিম্যাচ। বুধবার ভিয়েতনাম থেকে ভারতে ফিরে আসেন স্টিম্যাচ এবং এআইএফএফ-এর শীর্ষকর্তাদের সাথে আলাপ সেরেছেন।
শনিবারের এই বৈঠকে মূলত এশিয়ান কাপের মূলপর্বে ভারতীয় দলের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে। স্টিম্যাচ এর আগে এশিয়া কাপের জন্য আট সপ্তাহের প্রস্তুতি শিবির চেয়েছিলেন। এবং স্টিম্যাচের এই দাবি যদি মানা হয়, এবং ২০২৩ এর শেষ দিকে বা ২০২৪ এর জানুয়ারিতে এশিয়ান কাপ আয়োজিত হলে, সেক্ষেত্রে আইএসএলের সূচিতে পরিবর্তন আসবে। এছাড়া ২০২৩ এর মার্চ মাসে আগামী আন্তর্জাতিক উইন্ডোতে কি পরিকল্পনা নেওয়া হবে, সে নিয়েও আলোচনা হবে।
এই নিয়ে বৃহস্পতিবার শাজি প্রভাকরণ বলেছেন, "এটি একটি সুষ্ঠু ও স্পষ্ট আলোচনা হবে আসন্ন এশিয়ান কাপ মূলপর্বের আগে জাতীয় দলের উপর ফোকাস করে।"