আমরা মেসির জন্য তৈরি, সেমিতে নামার আগে বার্তা লুকা মদ্রিচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার ফিফা বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। গত বিশ্বকাপে এই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় হার হজম করতে হয়েছিল আর্জেন্টিনাকে। ফলে এবার ফাইনালে ওঠার লক্ষ্যের পাশাপাশি প্রতিশোধের লক্ষ্যও থাকবে লিওনেল স্কালোনির ছেলেদের।
তবে ক্রোয়েশিয়াও তৈরি লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে নামতে। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ব্রাজিলকে ছিটকে দিয়ে এবার লাতিন আমেরিকার আর এক শক্তিধর দেশকে হারাতে মরিয়া জলাটকো ডালিচের ছেলেরা।
এবং এই ম্যাচের আগে বড় বার্তা দিয়ে রাখলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। তিনি জানিয়েছেন, আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির জন্য তৈরি তার দল।
এই নিয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মদ্রিচ বলেছেন, "আমরা আর্জেন্টিনার জন্য অপেক্ষা করতে পারছি না। মেসি ওদের সেরা খেলোয়াড়, ওর বিরুদ্ধে খেলা কঠিন হবে, তবে আমরা তৈরি। আমরা আমাদের জীবনের সেরা খেলাটা খেলতে চাই। আশা করছি ফাইনালে ওঠার জন্য।"
এদিকে মদ্রিচ জানিয়েছেন, এই ক্রোয়েশিয়া দলে রিয়াল মাদ্রিদের ডিএনএ রয়েছে। বলা বাহুল্য, বিগত বেশ কয়েক বছর ধরে রিয়াল মাদ্রিদে দাপটের সাথে খেলেছেন মদ্রিচ।
এই নিয়ে মদ্রিচ বলেছেন, "ক্রোয়েশিয়া জাতীয় দলের মধ্যে রিয়াল মাদ্রিদের ডিএনএ রয়েছে। তারা সব সময় শেষ অবধি লড়াই করে এবং হাল ছাড়ে না।"