ফিফা বিশ্বকাপ ২০২২ঃ ঘোষিত হল ক্রোয়েশিয়ার ২৬ জনের দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ গত বিশ্বকাপের রানার্স আপ দেশ ক্রোয়েশিয়া, আসন্ন ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ জনের প্রধান দল ৯ নভেম্বর ঘোষণা করেছে।
গ্রুপ 'এফ' এ রয়েছে গতবারের গোল্ডেন বল বিজয়ী লুকা মড্রিচের দেশ। এই গ্রুপে রয়েছে গতবারের তৃতীয় স্থান অধিকারী বেলজিয়াম, এছাড়াও রয়েছে কানাডা এবং মরক্কো। গত বছরের মতন এই বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ক্রোয়েশিয়া।
কোচ জলাটকো ডালিক ক্রোয়েশিয়ার ২৬ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে।
ক্রোয়েশিয়ার বিশ্বকাপের দল
গোলকিপার- ডমিনিক লিভাকোভিচ, ইভিকা ইভুসিচ, ইভো গ্রবিচ
ডিফেন্ডার- ডোমাগোজ ভিডা, ডেজান লভরেন, বর্না বারিসিচ, জসিপ জুরানোভিচ, জসকো জিভারডিওল, বর্না সসা, জসিপ স্টানিসিক মার্টিন এর্লিচ, জসিপ সুটালো
মিডফিল্ডার- লুকা মড্রিচ, মাটেও কোভাসিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লভরো মাজের, ক্রিস্টিয়ান জাকিচ, লুকা সুচিচ
ফরোয়ার্ড- ইভান পেরিসিচ, এন্দ্রেজ ক্রামারিচ, ব্রুনো পেটকোভিচ, মিসলাভ ওরসিচ, আনতে বুদিমির, মার্কো লিভাজা