রোনাল্ডোর ছেলের গায়ে মাদ্রিদের জার্সি, তবে কি আবারও রিয়ালে ফিরছেন ক্রিশ্চিয়ানো?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোথায় যাবেন, এই নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। একাধিক বড় ক্লাবের কাছে প্রস্তাব রয়েছে রোনাল্ডোকে নেওয়ার, কিন্তু কোন ক্লাব সই করবে পর্তুগিজ মহাতারকাকে?
এই পরিস্থিতিতে একটি বিশেষ জল্পনা ছড়িয়েছে। রোনাল্ডোর প্রেমিকা জর্জিনা রডরিগেজের একটি ইনস্টাগ্রাম পোস্টে দেখা গিয়েছে, রোনাল্ডোর ছোট ছেলে মাতেওকে দেখা গিয়েছে রিয়াল মাদ্রিদের জার্সি পড়ে থাকতে। আর এর ফলে জল্পনা ছড়িয়েছে, তবে কি রিয়ালে যোগ দিতে চলেছেন রোনাল্ডো?
তবে যা খবর, এমনটা না হওয়ারই সম্ভাবনা বেশি। ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদ নিজেদের দল তৈরি করে ফেলেছে, এবং রোনাল্ডোকে না নেওয়ারই সম্ভাবনা বেশি।
এই রিয়াল মাদ্রিদেই সব থেকে বেশি সাফল্য পেয়েছেন রোনাল্ডো। ২০০৯ সালে যোগ দেওয়ার পর, রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনাল্ডো। জিতেছেন মোট চারটি ব্যালন ডি অর খেতাব।