বড় লজ্জা! সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে রোনাল্ডো না থাকায় ক্ষোভ প্রকাশ প্রেমিকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে পর্তুগাল। কেবল দক্ষিণ কোরিয়ার কাছে হার ছাড়া বাকি ম্যাচগুলিতে ভালো পারফর্ম করছে পর্তুগিজ দল। শেষ ষোলো পর্বে সুইজারল্যান্ডকে ৬-১ ফলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে পর্তুগাল।
কিন্তু এসবের মাঝে বড় খবর হিসেবে সামনে এসেছে ৩৭ বছরের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রথম একাদশে না থাকা। হেড কোচ ফার্নান্দো স্যান্টোস ফরোয়ার্ডে ২১ বছর বয়সী গোন্সালো র্যামোসকে নামান রোনাল্ডোর জায়গায়, যিনি নেমেই হ্যাটট্রিক করে চমকে দিয়েছেন সকলকে।
তবে রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখায় কোচকে দুষছেন ভক্ত-সমর্থকরা। আর তাদের সাথে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রেমিকা জর্জিনা রডরিগেজ। মঙ্গলবার খেলা দেখতে এসেছিলেন জর্জিনা। আর সেখানে নিজের প্রেমিককে শুরু করতে না দেখে হতাশ হয়েছেন জর্জিনা।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে জর্জিনা লিখেছেন, "অভিনন্দন পর্তুগাল। যেখানে ১১জন খেলোয়াড় জাতীয় সঙ্গীত গাইছিলেন, সবার চোখ ছিল তোমার উপর। বড় লজ্জা যে পুরো ৯০ মিনিট বিশ্বের সেরা খেলোয়াড়কে উপভোগ করতে পারিনি।"
"সমর্থকরা তোমার জন্য চিৎকার করতে থামেনি এবং তোমার নাম ডেকে গিয়েছে। ঈশ্বর এবং তোমার বন্ধু ফার্নান্ডো যেন হাতে হাত মিলিয়ে আরও এক রাত আমাদের এভাবে আনন্দ দিক।"
৭২তম মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামেন রোনাল্ডো। আর সেই সময়ে লুসাইল স্টেডিয়ামে উপস্থিত দর্শক গর্জে ওঠে।