ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বপ্নের ২০২২ বিশ্বকাপ ফাইনালে রয়েছে এই দুই দেশ!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের পঞ্চম এবং সম্ভবত শেষ ফুটবল বিশ্বকাপ খেলতে চলেছে কাতারের মাঠে। সম্প্রতি রোনাল্ডো নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি আসন্ন কাতার বিশ্বকাপের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
ক্রিশ্চিয়ানো বলেছেন ফুটবল মরশুমের মাঝখানে ফিফা বিশ্বকাপ হলেও তিনি এবং তাঁর টিম পর্তুগাল প্রস্তুত। কাতারের গরম সম্পর্কে তিনি বলেছেন তিনি একজন পেশাদার ফুটবলার এবং সমস্ত পরিস্থিতিতেখেলতে পারদর্শি। এমনকি তিনি গরম আবহাওয়াতে খেলতে পছন্দ করেন।
রোনাল্ডো একথাও বলেছেন যে, তিনি বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বচ্চ গোলদাতা ইউসেবিওর ৯ গোলের রেকর্ড ভাঙতে চান। বর্তমানে রোনাল্ডোর বিশ্বকাপে গোলসংখ্যা ৭। রোনাল্ডো বিশ্বাস করেন যে ইউসেবিও তাঁকে আকাশ থেকে আশির্বাদ করবেন এই রেকর্ড ভাঙার জন্য।
রোনাল্ডোর স্বপ্নের ফাইনাল ব্রাজিলের সঙ্গে। তিনি তাঁর ক্লাব ফুটবলের সতির্থ ক্যাসেমিরোকে ঠাট্টা করে জানিয়েছেন যে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলা তাঁর স্বপ্ন।
রোনাল্ডো এর সাথে যোগ করেছেন, "এইটা বিশ্বকাপ, আমি স্বপ্ন দেখছি, আমি জানি এটি হওয়া কঠিন কিন্তু স্বপ্নের উপর কোনো বাধা হয় না।"