ঘরের ফিরেই সাফল্য রোনাল্ডোর, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পেলেন এই পুরষ্কার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে সকলকে অবাক করে দিয়ে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আর তারপরেই নিজের ক্যারিশমা দেখিয়েই চলেছেন সিআর সেভেন। প্রথম ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করেন রোনাল্ডো।
সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভিল্লারিয়ালের বিরুদ্ধে শেষ মিনিটে গোল করে ইউনাইটেডকে জেতান রোনাল্ডো। আর এই অসাধারণ কামব্যাকের পর সেপ্টেম্বর মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা খেলোয়াড়ের পুরষ্কার পেলেন রোনাল্ডো। সমর্থকদের ভোটের মাধ্যমে এই পুরষ্কার পেলেন রোনাল্ডো।
এই পুরষ্কারে রোনাল্ডো হারান ডেভিড ডে গিয়া, জেসে লিংগার্ড ও মেসন গ্রিনউডকে। তিনকাঠির নিচে অসাধারণ ছিলেন ডি গিয়া, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে পেনাল্টি সেভ, ভিল্লারিয়ালের বিরুদ্ধে নিশ্চিত গোল বাঁচানো - বেশ কিছু ম্যাচ একা হাতে বাঁচান স্প্যানিশ গোলকিপার। কিন্তু সেরার খেতাব আবারও জিতে নেন রোনাল্ডো।