ম্যানচেস্টার ইউনাইটেডকে টেনে তুলতে প্রত্যয়ী রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত গ্রীষ্মে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রত্যাবর্তনে ক্লাবের সভ্য সমর্থক, ফুটবল বিশেষজ্ঞ থেকে শুরু করে স্বয়ং রোনাল্ডো প্রত্যাশা করেছিলেন যে এবার ম্যানচেস্টার ইউনাইটেড তাদের হৃত সিংহাসন স্বগৌরবে পুনরুদ্ধার করতে পারবে। কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ বিপরীত। লিগ টেবিলে তারা আপাতত সপ্তম স্থানে। যাতে স্বভাবতই রোনাল্ডো স্বয়ং বেজায় চটে।
তাঁর মতে, ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানের বাইরে থেকে মরসুম শেষ করা মানেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে তা ব্যর্থতা।
স্কাই স্পোর্টসের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,"ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হয় লিগ জিতবে না হলে দ্বিতীয় বা তৃতীয় হয়ে লিগ শেষ করবে। আমি এই তিন স্থানের বাইরে ম্যান ইউনাইটেডের জন্য কোনও সম্মানজনক স্থান দেখি না। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম তিন স্থানের বাইরে আমাদের ক্লাব থাকবে—এই মানসিকতা আমি মেনে নিতে পারি না।’’
সিআর সেভেনের কথায়, ‘‘পঞ্চম, ষষ্ঠ বা সপ্তম স্থানে লড়ার জন্য আমি এই ক্লাবে আসিনি। আমি এই ক্লাবে এসেছি জিততে প্রতিদ্বন্দ্বিতা করতে। আমরা লড়াই করছি অবশ্যই। কিন্তু সেই লড়াই সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে না। ‘উন্নতি করতে গেলে এখনও অনেক পথ হাঁটতে হবে। আমি এখনও বিশ্বাস করি, আমরা মানসিকতা পরিবর্তন করলে বড় সাফল্য পেতেই পারি।’’
তিনি সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংগ্নিকের প্রশংসা করে বলেন, "ওর চিন্তাধারার সঙ্গে ফুটবলারদের একাত্ম হওয়ার সময় দিতে হবে।" আশা করা যাচ্ছে ইপিএলে আ্যস্টন ভিলা ম্যাচে প্রত্যাবর্তন করতে পারেন পর্তুগিজ এই তারকা।