বিশ্বকাপ ফাইনালের দর্শকসংখ্যাকে ছাপিয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরে আগমণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি ফিফা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন ফুটবল সমর্থকরা। এবং সেই ফাইনাল ম্যাচে টিভি এবং ওটিটি প্লাটফর্মে দর্শক সংখ্যা ছিল দেখার মত।
কিন্তু সেই দর্শক সংখ্যাকে ছাপিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একাই। রিয়াদে আল নাসেরের হয়ে যখন তিনি উন্মোচিত হলেন, সেই সময় ৪০ টি চ্যানেলে দেখা দর্শক সংখ্যা ছাপিয়ে যায় বিশ্বকাপ ফাইনালে দর্শক সংখ্যাকে।
স্প্যানিশ সাংবাদিক পেদ্রো সেপুলভেডা জানিয়েছেন আল নাসিরের হয়ে রোনাল্ডোর উন্মোচন অনুষ্ঠানটি ৪০ টি চ্যানেল জুড়ে মোট ৩ বিলিয়ন মানুষ দেখেছেন। সেখানে দাঁড়িয়ে এই সংখ্যা ছাপিয়ে গিয়েছে সম্প্রতি ২০২২ ফিফা বিশ্বকাপ ফাইনালের দর্শক সংখ্যাও।
রিয়াদের মর্সুল পার্কে বর্ণাঢ্য অনুষ্ঠানে উন্মোচিত করা হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তবে এখনো তিনি আল নাসেরের হয়ে অভিষেক করার সুযোগ পাননি। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা এখনো লাগু রয়েছে রোনাল্ডোর। এর ফলে শনিবার আল তাই এর বিরুদ্ধে সৌদি আরবের লীগের ম্যাচে খেলতে পারেনি রোনাল্ডো।