পুরোনো ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরছেন রোনাল্ডো? ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন CR7

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কেরিয়ারের শেষটা কি নিজের পুরোনো ক্লাব স্পোর্টিং লিসবনে শেষ করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? এই নিয়ে বছরের পর বছর জল্পনা চলে এসেছে। এবার এই নিয়ে সম্প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন স্বয়ং রোনাল্ডো।
গত ২০২০ সালের সেপ্টেম্বর মাসে স্পোর্টিং লিসবন নিজেদের অ্যাকাডেমিকে রোনাল্ডোর নামে নামকরণ করে। মাত্র ১২ বছর বয়সে স্পোর্টিংয়ের অ্যাকাডেমিতে যোগ দেন রোনাল্ডো, আর তারপর সেখানেই তার উত্থানের শুরু।
মঙ্গলবার স্পোর্টিং লিসবনের অ্যাকাডেমির ২০ বছর পূর্তিতে বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যা প্রকাশ করা হয়েছে ক্লাবের সোশ্যাল মিডিয়ায়।
সেই বার্তায় রোনাল্ডো বলেছেন, "অ্যাকাডেমির উদ্বোধনের ২০ বছর পূর্তিতে এবং যাবতীয় লক্ষ্য ও সাফল্য অর্জনের জন্য শুভেচ্ছা। নিজের নামে এই অ্যাকাডেমির নামকরণ হওয়ায় গর্বিত বোধ করেছি, আশা করি শীঘ্রই দেখা হবে।"
স্পোর্টিংয়ের হয়ে রোনাল্ডো ৩১টি ম্যাচ খেলেছিলেন, যেখানে পাঁচ গোল ও ছয়টি অ্যাসিস্ট করেছেন। ২০০৩ সালের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডে সই করেন তিনি।