আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পর্তুগালের মাদেইরার সামান্য মানুষ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের পোস্টার বয় হয়ে রিয়াল মাদ্রিদের রাজা! ফুটবলার রোনাল্ডোর এই সোনালি যাত্রা, ফুটবল বিশ্ব উপভোগ করেছে এক দশকেরও বেশি সময় ধরে। তবে ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কেরিয়ারের শেষ দিকটা দুঃস্বপ্ন হয়ে দাড়িয়েছে।
রিয়াল মাদ্রিদের হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি এবং হাজারো অবিশ্বাস্য রেকর্ড তৈরির পর ক্রিশ্চিয়ানো নতুন চ্যালেঞ্জের উদ্দেশ্যে গিয়েছিলেন ইটালির ক্লাব জুভেন্টাসে। সেখান থেকে আবারও ফিরে আসেন ম্যানচেস্টার ইউনাইটেড, তার প্রথম পরিচিতির প্রতিষ্ঠানে।
সমস্যার শুরুও ম্যানচেস্টারেই। গত মরশুমের দলের টপ স্কোরার হলেও। এই মরশুমে ইউনাইটেডের লাল জার্সি গায় দেখা গেছে রোনাল্ডোর ছায়া মাত্র। বিশ্বকাপ শুরুর আগেই তিনি সরাসরি আক্রমণ করে বসেন কোচ টেন হ্যাগ এবং ইউনাইটেড বোর্ডকে। এরপরেই তার সাথে চুক্তি ভঙ্গ করে ম্যানচেস্টার ইউনাইটেড।
বিশ্বকাপেও দেখা যায়নি পুরনো রোনাল্ডোর ঝলক। মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছেন বিশ্বকাপ থেকে।
প্রায় সকলেই যখন ভেবে বসেছিলেন যে রোনাল্ডোর হয়তো বিদায় ঘটে গেল ফুটবল মঞ্চ থেকে। তখনই নতুন চমকের সাথে ফিরে এলেন তিনি।
সম্প্রতি জানা গেছে যে, রোনাল্ডো তাঁর মাদ্রিদের বাড়িতে সময় কাটাচ্ছেন। এর সাথে আজ তিনি তার পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের কাছে অনুমতি নিয়ে মাদ্রিদের ভালদবিবাস অনুশীলন মাঠে একান্ত অনুশীলন করেন। ক্লাব হীন রোনাল্ডো নিজেকে নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। স্প্যানিশ মিডিয়ার তরফে জানা গেছে, রিয়াল মাদ্রিদ সভাপতি পেরেজ জানিয়েছেন, "রিয়াল মাদ্রিদ রোনাল্ডোর নিজের ঘর। এখানে তিনি সমস্ত সুযোগ-সুবিধা সহ যখন ইচ্ছে অনুশীলন করতে পারেন।"
তবে মাদ্রিদের মাঠে তাকে নামতে দেখেই নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে! তাহলে কি যে ক্লাবে থেকে তিনি শ্রেষ্ঠত্বের শিখরে উঠেছিলেন সেই ক্লাবেই কি তার ফুটবল কেরিয়ারের শেষ সময়টা কাটাবেন? নেটদুনিয়ায় কৌতুহলের জোয়ার উঠলেও রোনাল্ড কিংবা রিয়াল মাদ্রিদ এই বিষয় এখনও কোনো কথা বলেননি।