এই ভালো এই খারাপ! সৌদিতে দুই রূপে রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২২ এর ডিসেম্বর মাসে সৌদি আরবের আল নাসেরে সই করার পর বেশ ভালোই খেলছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসের দলও ছিল লিগ টেবিলের শীর্ষে। তবে লিগ যত এগিয়ে চলেছে ততই কঠিন হয়ে উঠছে আল নাসেরের লিগ জয়ের পথ। সোমবার আল খালিজের বিরুদ্ধে ১-১ ফলাফলে ম্যাচ শেষ করে আল নাসের। আর ম্যাচ শেষের পরই পর্তুগিজ তারকাকে দেখা যায় ভিন্ন ভিন্ন রূপে।
প্রসঙ্গত ম্যাচ শেষে রোনাল্ডোর সাথে কথা বলতে এগিয়ে আসেন আল খালিজের ফুটবলার-কর্মীরা। রোনাল্ডো একে একে সকলে সাথে কথা বলেন এবং করমর্দন করেন। মাঠ ছাড়ার আগে আল খালিজের এক খেলোয়াড়কে নিজের জার্সিও দিয়ে যান রোনাল্ডো।
তবে পরিস্থিতি এক মুহূর্তে বদলে যায় যখন আল খালিজের এক সাপোর্ট স্টাফ রোনাল্ডোর সাথে জোর করে সেলফি তুলতে যান। এই সময় বিরক্ত রোনাল্ডো তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেন।
প্রসঙ্গত এই ম্যাচের পর আল ইত্তিহাদ ক্লাব আল হিলালের থেকে ৫ পয়েন্টে এগিয়ে যায়। এবং রোনাল্ডোর সৌদি প্রো লিগ জয়ের আশা ক্রমশই ফিকে হয়ে যাচ্ছে।