এক মাসের জন্য ব্যান হতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সৌদি আরবে যাওয়ার পর থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভাগ্য একদম তার পক্ষে থাকছে না। সম্প্রতি আর্থিক দুর্নীতির কারণে ইতালির জায়েন্ট ফুটবল ক্লাব জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয় সিরি আ লিগ থেকে। ইতালির আদালতের তদন্তে এই দুর্নীতি সকলের সামনে উঠে আসে। শুধু পয়েন্ট কেটে নেওয়াই নয় জুভেন্টাস ম্যানেজমেন্ট বোর্ডে থাকা কর্মকর্তারাও বড় শাস্তির সম্মুখীন হতে চলেছেন বলে জানা গেছে। তবে এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি তুলে এনেছেন ইতালির এক প্রখ্যাত সাংবাদিক পাওলো জিলিয়ানি।
পাওলো জুভেন্টাসের ব্যালেন্স শিটের ছবি টুইটারে পোস্ট করে জানিয়েছেন, জুভেন্টাসের আর্থিক দুর্নীতির প্রভাব শুধুমাত্র জুভেন্টাস ক্লাব কিংবা ক্লাবের কর্মকর্তাদের উপর পরবেনা, বড় শাস্তি পেতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সহ মোট ৩০ জন জুভেন্টাস খেলোয়াড়। বর্তমানে তারা জুভেন্টাস ক্লাবে না থাকলেও এই শাস্তি তাদের ভোগ করতে হবে বলে জানিয়েছেন ইতালির এই সাংবাদিক।
জিলিয়ানির রিপোর্ট অনুযায়ী জুভেন্টাসে খেলে যাওয়া কিংবা বর্তমান দলে থাকা এই ৩০ জন ফুটবলারদের মধ্যে যাদের নিম্ন মজুরি রিপোর্ট করার দোষ প্রমাণিত হলে তাদের এক মাস কিংবা তারও বেশি সময়ের জন্য পেশাদার ফুটবলের উপর নিষেধাজ্ঞা জারি হবে। এই নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচবেন না জুভেন্টাসের প্রাক্তন কোচ মাউরিজিও সারিও।
রোনাল্ডো ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন এবং ২০২১ সালে তিনি জুভেন্টাস ছেড়ে আবার ফিরে যান ম্যানচেস্টার ইউনাইটেডে। জুভেন্টাসে থাকাকালীন তিনি তার বেতন কম রিপোর্ট করেছেন বলে অভিযোগ। রবিবার, ২২ জানুয়ারি, দুই ম্যাচ ব্যানের পর অবশেষে আল নাসেরের হয়ে প্রথম ম্যাচটি খেলার সুযোগ পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো। আরও এক মাসের নিষেধাজ্ঞা হলে রোনাল্ডো এবং আল নাসের কঠিন সমস্যায় পরবে তা বলাই যায়।