ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফেরার ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সত্যিই কি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? জল্পনা সে দিকেই গড়াচ্ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই রোনাল্ডো ইউনাইটেডকে জানিয়ে দিয়েছেন যে তিনি ক্লাব ছাড়তে চান।
কিন্তু এবার যে খবর এল, তা জল্পনার স্রোতের কিছুটা বিপরীত। শনিবার ওসলোয় অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রীতি ম্যাচে নেই রোনাল্ডো। কিন্তু এবার স্বয়ং পর্তুগিজ মহাতারকা জানিয়ে দিলেন, রবিবার রায়ো ভায়েকানোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে তিনি খেলতে পারেন।
একটি ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টে রোনাল্ডো লেখেন, "ডমিনিগো ও রেই জোগা"। যার বাংলা সারমর্ম করলে বোঝায়, "রবিবার, তোমাদের রাজা খেলতে নামবে।" যার ফলে বোঝা যাচ্ছে, রবিবার রায়ো ভায়েকানোর বিরুদ্ধে হয়ত দেখা যেতে পারে রোনাল্ডোকে।
এদিকে একাধিক রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডোর এজেন্ট জর্জে মেন্ডেজ একাধিক শীর্ষস্থানীয় ইউরোপীয় ক্লাবকে প্রস্তাব দিয়েছে রোনাল্ডোকে নেওয়ার জন্য। গত মরশুমে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে শেষ করায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না ইউনাইটেড। আর সেই কারণে চ্যাম্পিয়ন্স লিগ খেলা কোনও দলে খেলতে চান রোনাল্ডো, এমনটাই শোনা যাচ্ছে।