ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্রিশ্চিয়ানা রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে সম্ভাবনা সত্যি হল। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি ভাঙছেন ক্রিশ্চিয়ানা রোনাল্ডো। মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডের তরফ থেকে সরকারি বিবৃতি দিয়ে এই ঘোষণা করা হয়।
ম্যানচেস্টার ইউনাইটেডের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "ক্লাব ধন্যবাদ জানায় ওল্ড ট্র্যাফোর্ডে দুই দফায় তার একাধিক অসাধারণ অবদানের জন্য।"
কয়েক দিন আগে একটি সাক্ষাৎকার দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো। সেখানে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের পরিকাঠামো, শীর্ষকর্তৃত্ব, প্রাক্তন ও বর্তমান কোচ নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। তার পর রোনাল্ডোর ক্লাব ছাড়াটা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। যা সম্ভাবনা, আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নতুন ক্লাবের সন্ধান করবেন রোনাল্ডো।
বলা বাহুল্য, চলতি মরশুমের শুরুতেই ইউনাইটেড ছাড়ার তোড়জোড় করছিলেন রোনাল্ডো। কিন্তু ইউরোপের কোনও শীর্ষস্থানীয় ক্লাব ৩৭ বছরের মহাতারকাকে নিতে রাজি হয়নি।