আবারও ইতিহাস গড়ব আমরা, কথা দিলাম! 'ঘরে' ফিরে বার্তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এ তো ওনার আর এক ঘরই বলা যায়। পর্তুগালের মাদেইরাতে জন্ম হলেও ফুটবলার হিসেবে জন্ম হয়েছে এই ওল্ড ট্র্যাফোর্ডেই। লাল জার্সি পড়ে সারা মাঠ দৌড়ে বেরিয়েছেন, হয়েছেন সুপারস্টার! আর আজ দীর্ঘ ১১ বছর পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আর ফিরে এসেই সমর্থকদের জন্য বিশেষ বার্তা দেন ক্রিশ্চিয়ানো। সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো জানিয়েছেন, কিভাবে এই ওল্ড ট্র্যাফোর্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেড আজকের রোনাল্ডোকে তৈরি করেছেন। আর প্রতিশ্রুতি দিয়েছেন, আবারও ইতিহাস গড়ার।
নিজের পোস্টে ক্রিশ্চিয়ানো লেখেন, "যারা আমায় চেনেন, জানেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আমার অগাধ ভালোবাসার কথা। এত বছর ঐ ক্লাবে অসাধারণ ভাবে কেটেছে এবং যে পথ দিয়ে আমরা দুজন হেটেছি তা এই ঐতিহ্যশালী প্রতিষ্ঠানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।"
এরপর রোনাল্ডো লেখেন, "আমি নিজের আবেগ কিভাবে প্রকাশ করব বুঝতে পারছি না, আমি দেখছি বিশ্বজুড়ে আমার ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে আসার খবর ছড়িয়ে গিয়েছে। যেন স্বপ্ন সত্যি হল, যেখানে যতবারই আমি ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছি, প্রতিবার প্রতিপক্ষের সমর্থকদের থেকে অগাধ ভালোবাসা পেয়েছি। এই কারণেই এখানে স্বপ্ন তৈরি হয়।"
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের পুরোনো সাফল্যের কথা তুলে প্রতিশ্রুতি দেন, আবারও ইতিহাস গড়া হবে। তিনি লেখেন, "আমার প্রথম ঘরোয়া লিগ, আমার প্রথম কাপ, প্রথমবার পর্তুগাল দলে সু্যোগ পাওয়া, আমার প্রথম গোল্ডেন বুট ও ব্যালন ডি অর জয় - আমার এবং রেড ডেভিলসের মধ্যেকার সম্পর্ক দিয়েই এই সব হয়েছে। ইতিহাস আগেও লেখা হয়েছে এবং ইতিহাস আবারও লেখা হবে, আমার কথা রইল।"
শেষে গুরু স্যার অ্যালেক্স ফার্গুসনকে কৃতজ্ঞতা জানিয়ে রোনাল্ডো লেখেন, "আমি এখানেই আছি, আমি ফিরে এসেছি যেখানে আমার থাকা উচিত। আবারও গড়া হোক সেই ইতিহাস। পুনশ্চঃ, স্যার অ্যালেক্স, এটি আপনার জন্য।"
Everyone who knows me, knows about my never ending love for Manchester United. The years I spent in this club where...
Posted by Cristiano Ronaldo on Tuesday, August 31, 2021
কয়েক দিন আগে লিসবনে নিজের মেডিকাল সম্পন্ন করে চুক্তিপত্রে সই করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২৩ অবধি চুক্তিবদ্ধ হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে, যেখানে আরও এক বছর চুক্তিবৃদ্ধির অপশন রয়েছে।