৩৬ বছর বয়সেও চুড়ান্ত ফিটনেস রাখতে এই বিশেষ ব্যবস্থা করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ৩৬ বছর বয়সে যখন ফুটবলাররা অবসরের কথা চিন্তা করে, তখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আজও সেরার খেতাব নিয়েই চলেছেন। আজকের মহাতারকা হওয়ার পিছনে রোনাল্ডোর বড় কৃতিত্ব হল তার ফিটনেস। একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে, জিমে বেশি করে সময় কাটান এবং খাদ্যাভ্যাসে বেশ কড়া তিনি।
এই পরিস্থিতিতে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ফিটনেসের চুড়ান্ত অবস্থায় থাকতে নিজের বাড়িতে ইতালি থেকে ৫০ হাজার ইউরো দিয়ে একটি আইস বাথ কিনেছেন রোনাল্ডো। এই বিশেষ ক্রাইয়োথেরাপি চেম্বারের জেরে মানুষের শরীরের টিস্যু ঠিক করাতে সাহায্য করে।
এই চেম্বারে তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামতে পারে, যা মানব টিস্যুকে সুশ্রুষা করে নতুন করে তৈরি করতে পারে। আর এর জন্য মোটা কাপড় পরে ঢুকতে হবে রোনাল্ডোকে। ইতালি থেকে চেশায়ারের ম্যানশনে এটি আনান সহজ ছিল না। কিন্তু এটি আনার ফলে ম্যাচের পর নিজেকে পুনরায় ফিট রাখতে পারবেন রোনাল্ডো।