ম্যানচেস্টার ইউনাইটেডে ভবিষ্যৎ নিয়ে প্রচন্ড অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জুভেন্টাস থেকে পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে এসে ফুল ফুটিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি মরশুমে ইউনাইটেডের ২৯টি গোলের মধ্যে ১৪টি গোল করেছেন রোনাল্ডো। কিন্তু তা সত্ত্বেও রেড ডেভিলসে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রচন্ড অনিশ্চয়তায় ভুগছেন সিআর সেভেন।
রোনাল্ডো নিজে ভালো পারফর্ম করলেও ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা তথৈবচ। চলতি মরশুমে ম্যানচেস্টার ইউনাইটেড একেবারেই অ-ধারাবাহিক। প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে রয়েছে রেড ডেভিলসরা। এছাড়া নয়া কোচ রালফ রাংগ্নিকের ফুটবল শৈলীতে একেবারেই খুশি নন রোনাল্ডো।
ইংরেজ সংবাদমাধ্যম দ্য সান এর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই রোনাল্ডো তার এজেন্ট জর্জে মেন্ডেজের সাথে কথা বলেছেন তার ভবিষ্যৎ নিয়ে।
এই নিয়ে রোনাল্ডোর ঘনিষ্ট এক সূত্র দ্য সানকে বলেছে, "বর্তমানে ইউনাইটেডে যা ঘটছে তা নিয়ে ক্রিশ্চিয়ানো খুবই চিন্তিত। দলটি প্রচুর সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ও জানে যে ওকে এখানকার একজন নেতা হিসেবে বিচার্য করা হয়। বেশ কিছু সমস্যা চলছে এবং ক্রিশ্চিয়ানোও চাপ অনুভব করছে আর এই পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন।"
"ও নিশ্চিতভাবে ইউনাইটেডে নিজের ফিরে আসাটিকে সফল করতে চায়, কিন্তু ও বুঝতে পারছে যে এই সেটআপে ট্রফি জেতা খুবই কঠিন হবে। জর্জে ওর সাথে দেখা করেছিল এবং ওরা একসাথে আলোচনা করেছিল কিভাবে এখানে সময় কাটছে, আর কি সমস্যা হয়েছে ও কিভাবে তা সমাধান করা যায়। কিছুই এখন বাদ দেওয়া যাচ্ছে না।"