চিকিতসায় সাড়া দিচ্ছেন ক্রিশ্চিয়ান এরিকসন, আপডেট ডেনমার্কের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউরো ২০২০ তে এল আশঙ্কার ঘনঘটা। ডেনমার্ক বনাম ফিনল্যান্ডের ম্যাচে ঘটল বড়সড় অঘটন। প্রথমার্ধের শেষের দিকে।হঠাতই অজ্ঞান হয়ে যান ডেনমার্কের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ান এরিকসন।
এবং এই ধরণের দুর্ঘটনার জেরে এই ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় উয়েফা। যদিও ডেনমার্কের তরফ থেকে আপডেট পাওয়া যায়, বর্তমানে সাড়া দিচ্ছেন এরিকসন এবং তার চিকিতসা চলছে।
সেই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে মেডিকাল টিম ডাকেন খেলোয়াড়রা। দুই দলের খেলোয়াড় এবং সমর্থকরা আশঙ্কায় ভুগছিলেন। কাঁদতে শুরু করেছিলেন ভয়ে। এরপর সাময়িক চিকিতসার পর নিয়ে যাওয়া হয় হাসপাতালের উদ্দেশ্যে।