ফিফা বিশ্বকাপ ২০২২ঃ ঘোষিত হল কোস্টারিকার ২৬ জনের দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২২ বিশ্বকাপে কোস্টা রিকা, তাদের ষষ্ঠ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলেছে। ইতিমধ্যে ফিফা বিশ্বকাপে খেলার জন্য কোস্টা রিকা তাদের ২৬ জনের দল ঘোষণা করেছে।
গ্রুপ 'ই' তে রয়েছে কেলর নাভাস, সেলসো বর্জেস, তেজেদার দেশ। এই গ্রুপে রয়েছে জার্মানি, স্পেন এবং জাপান। স্বাভাবিক ভাবেই যথেষ্ট কঠিন গ্রুপে রয়েছে কোস্টারিকা।
তবে বিশ্বকাপে ইতিবাচক ফলাফলের আশায় লুইজ ফার্নান্ডেজ সুয়ারেজ, কোস্টা রিকার ২৬ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করে।
কোস্টা রিকার বিশ্বকাপের দল
গোলকিপার- কেলর নাভাস, এস্টেবান আলভারাডো, প্যাট্রিক সেকুইরা
ডিফেন্ডার- ফ্রানসিস্কো কালভো, জুয়ান পাবলো ভার্গাস, কেন্ডাল ওয়াস্টন, অস্কার ডুরাটে, ড্যানিয়েল চাকন, কেয়শির ফুলার, কার্লোস মার্টিনেজ, ব্র্যান ওভেইডো, রোনাল্ড মাটাঋটা
মিডফিল্ডার- ইয়েলসিন তেজেদা, সেলসো বর্গেস, ইউস্টিন সালাস, রোয়ান উইলসন, গার্সন টোরেস, ডগলাস লোপেজ, জিউইসন বেন্নেট, আলভারো জামোরা, এন্টনি হার্নান্ডেজ, ব্র্যান্ডন আগুইলেরা, ব্রায়ান রুইজ
ফরোয়ার্ড- জোয়েল ক্যাম্পবেল, এন্টনি কোন্ট্রিরাস, জোহান ভেনেগাস