করোনা সংক্রমণ বেড়েই চলেছে আইএসএলে, প্রচন্ড চিন্তায় আয়োজকরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইলিগের পরে এবার আইএসএলেও করোনার সংক্রমণ। জৈব বলয়ে এটিকে মোহনবাগানের ছয়জন খেলোয়াড় ও দুই সাপোর্ট স্টাফের করোনা সংক্রমিত হওয়ায় চিন্তা বেড়েছে আয়োজকদের। এবার করোনা সংক্রমণের পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে।
শোনা যাচ্ছে, গত ৪৮ ঘন্টায়, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে এটিকে মোহনবাগানের তিনজন খেলোয়াড়ের কোভিড পজিটিভ এসেছে। এদিকে এফসি গোয়ার তিন খেলোয়াড় এবং কোচিং স্টাফের এক সদস্যকেও আইসোলেশনে পাঠানো হয়েছে। এদিকে রবিবার এফসি গোয়াকে বাধ্য হয়ে অনুশীলন বন্ধ করতে হয় এক খেলোয়াড়ের করোনা সংক্রমণের ভয়ে, যদিও সোমবার সেই খেলোয়াড়ের আরটি-পিসিআর পরীক্ষা নেগেটিভ এসেছে।
এদিকে করোনা পজিটিভ এসেছে আইএসএলের এক ম্যাচ কমিশনার। কোভিডে সংক্রমিত হয়েছে ভেন্ডর ও নিরাপত্তা আধিকারিকরা। আর এই কারণে গত চার দিনে করোনা পরীক্ষার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, আর যে সকল দলগুলির মধ্যে করোনা সংক্রমণের সম্ভাবনা রয়েছে, তাদের প্রতি ১২ ঘন্টা অন্তর কোভিড টেস্ট করা হচ্ছে।
জানা গিয়েছে, গোটা এটিকে মোহনবাগান দলকে কড়া কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এই নিয়ে এক সূত্র সর্বভারতীয় এক মিডিয়াকে বলেছে, "এই মাসে একাধিক সংক্রমণের ঘটনা ঘটেছে, যেহেতু একাধিক নতুন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ বলয়ে প্রবেশ করেছে।"
এদিকে এফএসডিএলের সিইও মার্টিন বাইন সকল দলকে মেইল করে জানিয়েছে, "লিগকে একটি ম্যাচ স্থগিত করতে হয়েছে কারণ দলের জৈব বলয়ে একটি কোভিড পজিটিভ কেস এসেছে। দলকে দুর্ভাগ্যবশত কড়া কোয়ারেন্টিনে যেতে হয়েছে, যার ফলে ম্যাচের জন্য সকল খেলোয়াড়কে পাওয়া যায়নি।"
সূত্র মারফত জানা গিয়েছে, অনুশীলনে নামার আগে খেলোয়াড়দের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে, এবং টিম বাসে সর্বোচ্চ ছয় খেলোয়াড়কে থাকতে হবে। দুটি টিম বাসকে দুটি ট্রিপ করতে হবে যাতে সামাজিক দুরত্ববিধি নিয়ম পালন করা হয়।