কলম্বিয়া-আর্জেন্টিনার পরিবর্তে কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব পেল ব্রাজিল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কোপা আমেরিকা শুরু হতে দুই সপ্তাহের কম বাকি, আর এরই মধ্যে বেশ কিছু সমস্যার জন্য সরে দাঁড়িয়েছিল দুই আয়োজক দেশ কলম্বিয়া ও আর্জেন্টিনা। দুই সপ্তাহের মধ্যে নয়া আয়োজক পাওয়া বেশ মুশকিল ছিল কনমেবলের জন্য। কিন্তু শেষ অবধি মুশকিল আসান হয়ে গেল।
সোমবার কনমেবল ঘোষণা করেছে, এবারের কোপা আমেরিকা আয়োজন করতে চলেছে ব্রাজিল। এই নিয়ে কনমেবল নিজেদের টুইটারে স্প্যানিশ ভাষায় লিখেছে, "কোপা আমেরিকা ২০২১ এর আয়োজন করবে ব্রাজিল। বিশ্বের সেরা ফুটবল দেশ এবার দক্ষিণ আমেরিকার কোটি কোটি মানুষদের আনন্দ আনবেন। কনমেবল ধন্যবাদ জানাতে চায় প্রেসিডেন্ট ও তার দলকে। আর তার থেকে ধন্যবাদ জানাতে চায় ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনকে।"
মাত্র দুই সপ্তাহের মধ্যে আয়োজনের যাবতীয় কাজ সারা বড় চ্যালেঞ্জ ব্রাজিলের জন্য। তবে কনমেবল ও ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন এই চ্যালেঞ্জকে গ্রহণ করে এগিয়ে চলবে, এমনটাই বিশ্বাস করা যায়।