মেসির অভিযোগের জের, বিশ্বকাপ থেকে বাড়ি পাঠানো হল রেফারি আন্তোনিও লাহোজকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেনাল্টি শুটআউটে হারায় আর্জেন্টিনা। আর এই ম্যাচে ফাউল ও হলুদ কার্ডের বন্যা দেখা যায়। সেই ম্যাচ অফিশিয়েট করা রেফারি অ্যান্টোনিও ম্যাতেউ লাহোজ মোট ১৫টি হলুদ কার্ড দেখিয়েছিলেন।
আর সেই ম্যাচের পর লাহোজের রেফারিং নিয়ে সমালোচনা চলেছিল ফুটবল বিশ্বে। খোদ আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি নাম না করে লাহোজের রেফারিংয়ের সমালোচনা করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে এই ধরণের রেফারির যোগ্যতা নেই এরকম একটি ম্যাচ আয়োজনের।
এবার যা খবর, আন্তোনিও ম্যাতেউ লাহোজকে বাড়ি পাঠানো হয়েছে। এবং বিশ্বকাপের শেষ চারটি ম্যাচে তিনি আর অংশগ্রহণ করবেন না। যদিও একাধিক রিপোর্ট অনুযায়ী খবর, মেসিদের ম্যাচ আয়োজন করার সাথে এই সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই। তবে ফুটবল বিশ্বের অধিকাংশ মনে করছেন, লিওনেল মেসির অভিযোগের জেরেই হয়ত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে আর্জেন্টিনার অসদ আচরণের কারণে শৃঙ্খলা ও নিয়ম ভাঙার অভিযোগ এনে বিশেষ মামলা দায়ের করেছে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। আর এর জেরে জরিমানার শাস্তি ভুগতে হতে পারে আর্জেন্টিনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে।