চার ম্যাচ হেরেও ইতিবাচক স্টিফেন কনস্ট্যানটাইন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলের প্রথম ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই হার ইস্টবেঙ্গল দলের। দলের প্রশিক্ষক থেকে কর্মকর্তা সকলেই বলছেন লাল হলুদ ব্রিগেড প্রতিদিন উন্নতি করছে। আইএসএলের আগামী ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী বেঙ্গালুরু এফসি। বড় বাজেটের ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামার আগে আশাবাদী কোচ স্টিফেন কনস্ট্যানটাইন।
লাল হলুদ হেড স্যার সংবাদ সম্মেলনে জানান, "বেঙ্গালুরু এফসি যথেষ্ট ভালো দল। তাদের একটি স্থায়ী দল রয়েছে। দলের কোচও খুব ভালো। ম্যাচটি যথেষ্ট কঠিন হবে। এই লিগের কোনো ম্যাচই সহজ নয়।"
এর সাথে স্টিফেন যোগ করেন, "আমরা যে দলের সাথেই খেলি না কেনো, আমরা আলাদা আলাদা ভাবে প্রস্তুতি নিই। কারণ প্রতিটি দলেরই পরিকল্পনা আলাদা হয়, খেলোয়াড় আলাদা হয়, সমস্যা আলাদা হয় তাইও সমস্যার সমাধানও আমাদের আলাদা বের করতে হয়।"
একসময় জাতীয় দলে স্টিফেনের অধীনে খেলেছেন সুনীল ছেত্রী কিন্তু আসন্ন ম্যাচে স্টিফেনের দলের বিরুদ্ধে খেলবেন তিনি। সুনীলকে নিয়ে বারংবার প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানিয়ে দেন সুনীল ইস্টবেঙ্গল দলে খেলেন না তাই তাকে নিয়ে ভাবছেন না লাল হলুদ কোচ।
ইতিমধ্যে চারটি ম্যাচে হার হজম করলেও ইতিবাচক দিক দেখতে পাচ্ছেন স্টিফেন। ইংরেজ হেড কোচ বলেছেন, "আমরা একটি ম্যাচেও বাজে ভাবে হারিনি। আমরা যদি চার গোল পাঁচ গোলে হারতাম। একটিও শট গোলে না রাখতে পারতাম তাহলে আমি বলতাম আমার যাবার সময় হয়ে গেছে।"