খুব কঠিন লম্বা আইএসএল মরশুম হতে চলেছে! জানালেন স্টিফেন কনস্ট্যানটাইন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলের অষ্টম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল দল। তবে লিগ এগোনোর সাথে সাথে লাল-হলুদ দলের উন্নতি হচ্ছে ধীরে ধীরে। যা কোচ কনস্ট্যানটাইন মরশুমের প্রথম থেকেই বলে আসছেন।
শেষ তিন ম্যাচে দুইটিতে জয় লাভ করেছে ইস্টবেঙ্গল। শুধু জয়ই নয় প্রতিপক্ষের ঘরের মাঠে দৃষ্টি নন্দন ফুটবলও উপহার দিয়েছে লাল হলুদ সমর্থকদের। ৯ তারিখ হায়দ্রাবাদের মাঠে হায়দ্রাবাদ ফুটবল ক্লাবের বিরুদ্ধে নামার আগে কোচ স্টিফেন কনস্টানটাইন দলের প্রস্তুতি এবং পরিকল্পনার সম্পর্কে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন।
কনস্ট্যানটাইন বলেছেন, "অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচটিও কঠিন হতে চলেছে। আমরা চেষ্টা করব ম্যাচটি থেকে পয়েন্ট আনার।" হোম ম্যাচে জয় নেই এদিকে অ্যাওয়ে ম্যাচে তিনটি জয় এই বিষয় তিনি বলেছেন, "এখানে যাই বলা হবে তা অজুহাত শোনাবে। আমরা ৩ পয়েন্ট পাওয়ার জন্য যথেষ্ট খেলতে পারিনি তাই জিততে পারিনি। কিন্তু আমরা সব ম্যাচই জেতার চেষ্টা করি। আমরা প্রতি সপ্তাহে শিখছি। আমরা আরও ভালো খেলার চেষ্টা করছি। এটি খুব কঠিন লম্বা মরশুম হতে চলেছে। আমার মনে হয় আমরা বেশকিছু ইতিবাচক পদক্ষেপ এগিয়েছি।"
আশাবাদী লাল-হলুদ হেড স্যার আগামী ম্যাচ গুলি নিয়ে বলেছেন, "সত্যি বলতে আমি চাই আগামি হায়দ্রাবাদ ম্যাচ জিততে এবং তাঁর পরের মুম্বাই ম্যাচ জিততে।"
কিরিয়াকু নিয়েও বড় আপডেট দিয়েছেন স্টিফেন! বলেছেন, "কিরিয়াকুর আগামী ম্যাচে খেলার সুযোগ ৫০-৫০। তিনি সবে চোট দিয়ে ফিরেছেন এবং প্রতিদিন অনুশীলন করছেন। কিরিয়াকু প্রতিটি ম্যাচ খেলতে চান।"
কিরিয়াকুর ৫০-৫০ সুযোগ থাকলেও অমরজিত এবং সার্থক পরবর্তী ম্যাচে নেই তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন লাল হলুদ কোচ। এর সাথে জানিয়েছেন সৌভিক অনুশীলন করছেন কিন্তু তিনি এখনও ৯০ মিনিট খেলার মতো অবস্থায় নেই। তাঁর ফিরতে কিছু সময় লাগবে। বাকি সকল খেলোয়াড় হায়দ্রাবাদ ম্যাচের জন্য প্রস্তুত।
কনস্ট্যানটাইন জানিয়েছেন কঠিন প্রতিপক্ষ হায়দ্রাদাবাদ ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে যা তারা ম্যাচে অবলম্বন করার চেষ্টা করবেন।
সবশেষে তিনি ট্রান্সফার উইন্ডো নিয়ে জানিয়েছেন, "ক্লাবের খেলোয়াড় ট্রান্সফারের জন্য কতো বাজেট রয়েছে এবং কোন কোন খেলোয়াড় রয়েছেন তাঁর উপর নির্ভর করছে ইস্টবেঙ্গল দলের আসন্ন ট্রান্সফার উইন্ডো।"