এই প্লেয়ারদের নিয়েই স্বপ্ন দেখছেন স্টিফেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলের নবম স্থানে রয়েছে লাল হলুদ ব্রিগেড। চলতি মরশুমে ১৪ ম্যাচ খেলে স্টিফেন কনস্ট্যানটাইনের দল জিতেছে মাত্র ৪টি ম্যাচ। বৃহস্পতিবার গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন এবং গোলরক্ষক কমলজিৎ সিং সাংবাদিক সম্মেলনে এসে জানিয়েছেন গোয়ায় তারা হারার জন্য আসেন নি। লড়াই কঠিন হলেও তারা প্রস্তুত।
চোট সারিয়ে প্রথম একাদশে ফেরা কমলজিত জানিয়েছেন ইস্টবেঙ্গল ভারতের অন্যতম বড় ফুটবল ক্লাব। এই ক্লাবের প্রচুর সমর্থক রয়েছেন। ১০০ বছরেরও বেশি পুরনো এই ক্লাবের একটা ইতিহাস রয়েছে তাই এই দলে খেলার জন্য বিশাল দায়িত্ব নেওয়ার প্রয়োজন। যদিও তিনি চাপের মধ্যে খেলা উপভোগ করেন।
অন্যদিকে কোচ স্টিফেন এমন হতাশাজনক ফলাফলের পরেও দলের প্রতিটি খেলোয়াড়ের পাশে দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন ২৩ জন খেলোয়াড় প্রথমবার একসাথে দলবদ্ধ হয়ে ছয় মাসে যা উন্নতি করেছে আগামী মরশুমেও যদি এই দল ধরে রাখা হয় তাহলে এই দল ভাল ফলাফল করতে পারবে।
একই সাথে কোচ স্টিফেন জানিয়েছেন গত দুইবছর আইএসএল বায়োবাবেলের মধ্যে হয়েছে সেখানে কোনো সমর্থক ছিলেন না। এবছর সমর্থকরা থাকায় এক প্রকার চাপ রয়েইছে। ইস্টবেঙ্গল ৪টি ম্যাচ জিতলেও আরও চারটি ম্যাচ জিততে পারতো, যা শেষ মুহুর্তে গোল খেয়ে হেরে যায় তারা।
ট্রান্সফার উইন্ডোর বিষয় লাল হলুদ হেড স্যার জানিয়েছেন, স্টিফেন এই উন্ডোতে ৩ থেকে ৪ জন ফুটবলারকে টার্গেট করেছিলেন কিন্তু ট্রান্সফার ব্যানের জন্য সই করাতে পারেন নি। মানুষকে বুঝতে হবে যে তিনি কোনো খেলোয়াড় সই করাতে পারছেন না সেই দোষ তার নয়।
দলের প্রধান অস্ত্র ক্লেইটন সিলভার ভূয়সী প্রশংসার পাশাপাশি স্টিফেন জানিয়েছেন তিনি তার দলকে একজনের উপর ভরসা করে রাখতে চান না আর তার জন্যই তিনি চেয়েছিলেন কিছু ফুটবলারকে সই করাতে।