শেষ কবে লিগ জিতেছে ইস্টবেঙ্গল? প্রশ্ন স্টিফেনের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বাংলা তথা ভারতের অন্যতম প্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল শেষ কবে জাতীয় লিগ জিতেছে তা হয়ত অনেক সমর্থকই মনে করে উঠতে পারবেন না। ফলত চিরপ্রতিদ্বন্দ্বী সমর্থকদের কাছে কথা শুনতে হয় লাল হলুদ ব্রিগেডদের। আইএসএল কবে ক্লাবে আসবে তার অপেক্ষাতেই রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকেরা। তবে এই শেষ জাতীয় লিগ জয় নিয়ে এবার প্রশ্ন তুললেন স্বয়ং ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন।
লিগের প্রথম ৫ ম্যাচের ৪ টিতেই হেরেছে স্টিফেনের দল। দল কবে জয়ের রাস্তায় ফিরবে সেই অপেক্ষায় দিন গুনছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এই বিষয় স্টিফেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা গত আইএসএলে জিতেছিলাম মোট ১ টি ম্যাচ। আমরা এই মরশুমে ইতিমধ্যে ১ টি ম্যাচ জিতে নিয়েছি।" এর সাথে তিনি যোগ করেন, "আমরা জিততে চাই। হয়ত পরের ম্যাচ বা পরের সপ্তাহ বা পরের মাসে জিতব। হয়ত আমরা পরপর ছয়টি ম্যাচ জিতব।"
স্টিফেন জানিয়েছেন, "আমি সমর্থকদের মানসিকতা বুঝতে চাই, যারা ভাবছেন একটি দল ৫ ম্যাচেই প্রস্তুত হয়ে যাবে।"
ইস্টবেঙ্গলের শেষ লিগ জয় নিয়ে কনস্ট্যানটাইন বলেন, " ইস্টবেঙ্গল শেষ কবে লিগ জয় করেছে? ১৮ বছর ২০ বছর আগে। বিশ্বের কোনো দল এটি চায়না। আমি এখানে এসেছি এটা জেনেই যে কাজ কঠিন। কিন্তু আমি এখানে এসেছি কারণ আমি ইস্টবেঙ্গলকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি দলের সম্ভাবনা রয়েছে, আমি বিশ্বাস করি সমর্থকদের, আমি বিশ্বাস করি ইস্টবেঙ্গল আবার মহান হয়ে উঠতে পারবে। কিন্তু তাঁর জন্য আমাদের এখনও অনেক কাজ করতে হবে। সমর্থকদের এই ব্যাপারটি বুঝতে হবে। সমর্থকদের সময় এবং সমর্থন দুটিই করতে হবে।"