ফিফা সভাপতির কথা রাখল এই দেশ, পেলের নামে নামাঙ্কিত হল স্টেডিয়াম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : তিনি ছিলেন ফুটবল সম্রাট। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত ২৯ ডিসেম্বর প্রয়াত হয়েছেন পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তির শেষ যাত্রায় উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি অনুরোধ করেছিলেন যে ফিফার অন্তর্ভুক্ত প্রতিটা দেশ যেন পেলের নাম অনুসারে একটি স্টেডিয়ামের নাম রাখে।
এই নিয়ে এবার এগিয়ে এল দুটি দেশ। কলম্বিয়ার দক্ষিণ প্রদেশের গভর্নর জুলুজাগা ঠিক করেছেন, সেই অঞ্চলের একটি স্টেডিয়ামের নাম রাখা হবে পেলের নামে। সেখানকার গভর্নর জানিয়েছেন, ভিলভিসেনসিয়ো শহরের একটি স্টেডিয়ামকে এবার ডাকা হবে 'বেলো হরিজন্তো রেই পেলে' নামে। 'রেই পেলে' যার স্প্যানিশ অর্থ কিং পেলে।
ওখানকার গভর্নর জানিয়েছেন, "পেলে কে ছিলেন সেটা জানা দরকার ভবিষৎ প্রজন্মের।" ১৯৫৮ সালে এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। ১৫ হাজার দর্শক বসতে পারেন এই স্টেডিয়ামে। দ্বিতীয় ডিভিশনের ক্লাব লানেরোস এই মাঠটি ব্যবহার করে। ব্রাজিলের উত্তর-পূর্বের শহর মাসেইয়োর একটি স্টেডিয়াম অনেক দিন ধরেই রয়েছে পেলের নামে।
তবে অবশ্য ফিফা প্রেসিডেন্টের কথা মাথায় রেখে এই বিষয়ে এখনও প্রতিবেশী দেশ আর্জেন্টিনা বা ইউরোপের কোনও দেশ কোনও কথা বলেনি।