এতদিন ধরে কেন ঝুলিয়ে রাখল ইস্টবেঙ্গলকে? শ্রী সিমেন্টের আচরণে বিরক্ত মমতা ব্যানার্জি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সত্যিই কি শ্রী সিমেন্টের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের সম্পর্ক শেষ! কার্যত তাতে যেন শিলমোহর দিয়ে দিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত শ্রী সিমেন্টের এমন আচরণের প্রতি বিরক্ত প্রকাশ করে বার্তা দেন মুখ্যমন্ত্রী।
যখন ইস্টবেঙ্গল ক্লাবের বিষয়ে কথা বলা হয়, তখন ক্ষোভের সুরে মমতা জানিয়ে দেন, শ্রী সিমেন্টের এই আচরণ খুবই খারাপ। তিনি বলেছেন, "যারা ছিল তারা আমায় জানিয়েছে যে আর করতে পারবে না, একেবারে শেষ মুহুর্তে। এটি খুবই খারাপ আচরণ। একটা ক্লাবকে এত দিন ধরে ঝুলিয়ে, শেষ মুহুর্তে এসে বলছে আমরা কিছু করতে পারব না, এটা খুবই খারাপ। আমরা এর জন্য দুঃখিত।"
এরপর ক্ষোভের সুরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, "আমরা প্রত্যেকেই বিরক্ত, তাহলে আপনারা কেন ছয় মাস-এক বছর ধরে কথা চালিয়ে গেলেন? এমনকি গত ১৬ তারিখ আমার সাথে দেখা করেও বলে গিয়েছিল যে সব কিছু খুলে দেব। তারপরে এমন কি ঘটল, এমন কি রহস্য, যার জন্য ওরা পালিয়ে যাচ্ছে, বলে যাচ্ছে আর পারব না?"
শেষে মমতা বলেন, "ইস্টবেঙ্গল ক্লাবের একটা ঐতিহ্য আছে। আমরা চাই কলকাতার তিন প্রধান আইএসএলে খেলুক। আমরা চাই ইস্টবেঙ্গল আইএসএলে খেলুক। আমরা খুবই বিরক্ত, সেই বিরক্তির কথা আমরা ওদের জানাব। আমরা সব চেষ্টা চালাব। সময় কম, কিন্তু আমি মনে করি, ইস্টবেঙ্গল ক্লাবের বিপদে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।"
ফলে এটি স্পষ্ট, বিনিয়োগকারীরা সম্পর্ক ছিন্ন করার কথা রাজ্য সরকারকে জানিয়েই দিয়েছে। কিন্তু সব মিলিয়ে, লগ্নিকারী সংস্থার এমন আচরণে খুবই বিরক্ত রাজ্য সরকার। এবং এর জেরে শ্রী সিমেন্টের উপর বেশ বড় পদক্ষেপ নিতে চলেছে মমতা ব্যানার্জি, তা নিশ্চিতভাবে বলাই যায়।