আইএসএল খেলবেই ইস্টবেঙ্গল! মন খারাপের দিনে বড় বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ইস্টবেঙ্গল দিবস নিয়ে লাল-হলুদ সমর্থকরা যেন ম্রিয়মানই ছিল। সকলের মনে একটাই চিন্তা, মাতৃসম ক্লাবটা সমস্ত সমস্যা মিটিয়ে ফুটবল খেলবে তো? এরকম সময়ে এবার বিশেষ বার্তা দিয়ে বসলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
খেলা দিবস প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের সমস্যার কথা তুলে ধরলেন মমতা। তিনি বলেন, "ইস্টবেঙ্গলের মনটা কি খারাপ খারাপ! চিন্তা নেই, হয়ে যাবে। চুক্তি-টুক্তি হচ্ছে, একটু ঝগড়াঝাটি হচ্ছে। কিন্তু আমিও চাই ইস্টবেঙ্গল আইএসএল খেলুক।"
এরপর মমতা বলেন, "যা যা আলোচনা হচ্ছে, চুক্তি নিয়ে কথা হচ্ছে, একটু ছেড়ে খেলুন। একটু ছেড়ে খেললে আপনারা আইএসএল খেলবেন, যতদুর আমার তথ্য আছে। শেষ মুহুর্তে আমি ঢুকে পড়েছিলাম। উপায় ছিল না, বাংলার ক্লাব বলে কথা।"
এদিকে ইনভেস্টর শ্রী সিমেন্টের পক্ষে এসে মমতা বলেছেন, "পাঁচ বছরের জন্য গ্যারান্টি দেওয়া তো মুখের কথা নয়। এক এক বছরের ৫০ কোটি টাকা লাগে। সুতরাং অনেক বলে-কয়ে রাজি করানো হয়েছে। ওরা তো সদস্যপদেরও অনুমতি দিয়ে দিয়েছে। যা সমস্যা রয়েছে, তাড়াতাড়ি মিটিয়ে নিন।"
গত বছর নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে প্রাথমিক চুক্তিতে সই করেছিলেন ইস্টবেঙ্গল কর্তা ও শ্রী সিমেন্টের আধিকারিকরা। সুতরাং ইস্টবেঙ্গলের এই দুর্দিনে কি আবারও ময়দানে নামবেন বাংলার মুখ্যমন্ত্রী?