প্রাক্তন দলের বিরুদ্ধে নামার আগে ইতিবাচক ক্লেইটন সিলভা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলের এই মরশুমে প্রথম ৫ ম্যাচের চারটিতে পরাজয় ইস্টবেঙ্গল দলের। জয়ের রাস্তায় ফেরার অপেক্ষায় লাল হলুদ ব্রিগেড। আগামীকাল, ১১ নভেম্বর কান্তিরাভা মাঠে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামবে স্টিফেন কনস্ট্যানটাইনের দল। ভারতীয় মাটিতে অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী দল ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরুর লড়াই বেশ পুড়নো। গত দুই বছর বেঙ্গালুরুর হয়ে মাঠ কাঁপানো ক্লেইটন সিলভা এই বছর রয়েছেন লাল হলুদ দলে। পুরোনো দলের বিরুদ্ধে নামার আগে কি জানালেন ক্লেইটন, জেনে নিন বিস্তারিত-
দলের প্রস্তুতি নিয়ে ক্লেইটন বলেন, "আমার মনে হয় আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে, যদিও শেষ কয়েক ম্যাচের ফলাফল আমাদের পক্ষে যায়নি। আমাদের এখনো কিছু যায়গায় উন্নতি করতে হবে। আমরা অনুশীলনে খুব ভালো করছি, অনুশীলনের ফল এবার ম্যাচে তুলে ধরতে হবে।"
আইএসএল এর শুরু খুব ভালো হয়নি। দলের খেলোয়াড়দের মনোবল নিয়ে ক্লেইটন বলেন, "আমাদের দলে বেশ কিছু তরুণ ফুটবলার রয়েছে যারা এখনও পর্যন্ত আইএসএলে বেশি ম্যাচ খেলেন নি। তারা যত ম্যাচ খেলবে ততো তাদের অভিজ্ঞতা বাড়বে। এমনকি আমাদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দেরও তাদের সাহায্যের প্রয়োজন।"
প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি সম্পর্কে ক্লেইটন বলেন, "বেঙ্গালুরু এফসির আমাদের মতোই কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক বিষয় রয়েছে। তাদের বেশ কিছু শক্তিশালী খেলোয়াড় রয়েছে। হয়তো এই মুহূর্তে তাদের কিছু দুর্বলতা রয়েছে। তবে খেলাটি যথেষ্ট কঠিন হবে। কারণ বেঙ্গালুরুও নিজেদের ঘরের মাঠে জিততে চায়। আমাদের সাহসের সাথে খেলতে হবে।"
এছাড়াও নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে খেলতে নামার আগে সিলভা বলেছেন, "বেঙ্গালুরু দলে সুনীল ছেত্রী, লিওন অগাস্টিনের মতো ভারতীয় ফুটবলার রয়েছে এবং রয় কৃষ্ণার মতো বিদেশি রয়েছে। আমাদের দলেও বেশ কিছু ভালো ফুটবলার রয়েছেন। আমাদের ইতিবাচক মানসিকতার সাথে খেলতে নামতে হবে এবং চেষ্টা করতে হবে ম্যাচটি জেতার। আমাদের এই ৩ পয়েন্ট অত্যন্ত জরুরি।"