ডার্বিতে পেনাল্টি না পাওয়া কিছুতেই মানতে পারছেন না ক্লেইটন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলের এই মরশুমের প্রথম কলকাতা ডার্বি ২-০ গোলে জিতেছে এটিকে মোহনবাগান দল। ভাল খেলেও বড় ম্যাচে হার কিছুতেই মেনে নিতে পারছেন না লাল হলুদ সমর্থকেরা।
তবে শুধু সমর্থক নয় ম্যাচের কিছু সিদ্ধান্ত নিয়ে খুশি নন বেশকিছু ইস্টবেঙ্গল ফুটবলারও।
ডার্বি ম্যাচ শেষে ইস্টবেঙ্গল তারকা ফুটবলার ক্লেইটন সিলভা ইন্সটাগ্রামে একটি স্টোরি দিয়েছিলেন। যেখানে দেখা যায় একজন ইস্টবেঙ্গল সমর্থক ভোটিং করিয়েছেন যে ইস্টবেঙ্গল দলের পেনাল্টি পাওয়া উচিত ছিল কি না? তাতে ৯৩% মানুষ হ্যাঁ তে ভোট দেন এবং ৭% মানুষ না তে ভোট দিয়েছেন।
প্রসঙ্গত ইস্টবেঙ্গল ফুটবলাররা ডার্বি ম্যাচের সময় দুই বার পেনাল্টির আবেদন করেছিলেন। কিন্তু রেফারি তা নাকচ করে দেন। ক্লেইটনের এই পোস্টের পর কলকাতা ডার্বি শেষ হয়ে গেলেও সোশ্যাল মিডিয়াতে ডার্বি নিয়ে আরও একবার বিতর্কের সৃষ্টি হয়।
যদিও গতকাল ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেইটন একটি পোস্ট করে জানিয়েছেন যে ডার্বি তাকে এখনো কষ্ট দিলেও তারা প্রতিদিন উন্নতি করছেন। এবং সমর্থকরা যেন তাদের এভাবেই সমর্থন করতে থাকে এবং গ্যালারি ডার্বির মতোই ভরিয়ে তোলে।