এমবাপ্পে না হালান্ড, কে হবেন বিশ্বের পরবর্তী সেরা ফুটবলার? জবাব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত এক যুগ ধরে বিশ্ব ফুটবল দেখে এসেছে দুই মহারথী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির মহারণ। কিন্তু এই দুই মহাতারকার বিদায়ের পর কারা এই মহারণের উত্তরসূরি হবেন? এই নিয়ে আলোচনা তুঙ্গে থাকলেও যে দুটি নাম সবার উপরে আসে তা হল এরলিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পে।
এবার এই দুই ফুটবলারকে নিয়ে নিজের মতামত দিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষিত হওয়ার পর রোনাল্ডোকে জিজ্ঞেস করা হয় এই দুই সুপারস্টারের বিষয়ে। এর উত্তরে রোনাল্ডো বলেছেন, "একজনকে বেছে নেওয়া সত্যিই কঠিন যখন জিজ্ঞেস করা হয় যে এদের মধ্যে কে সেরা হবে, কিন্তু আমার মনে হয় খুবই ভালো লাগবে এই তরুণ ফুটবলারদের নয়া জেনারেশনকে দেখে, যারা এরলিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পের মত উঠে আসছেন।"
এরপর রোনাল্ডো ধারাবাহিকতার কথা তুলে বলেছেন, "কিছু খেলোয়াড়দের একটি বা দুটি মরশুম ভালো যায়, কিন্তু যারা সেরা তারা মরশুমের পর মরশুম এটি করতে থাকে, আর এটি করা সহজ নয়। এর জন্য দরকার কঠিন পরিশ্রম এবং আত্মত্যাগ।"
দুই তরুণ অথচ দুর্ধর্ষ স্ট্রাইকার বর্তমানে বিশ্ব ফুটবলে দাপট দেখাচ্ছেন। নরওয়ের ফুটবলার এরলিং হালান্ড বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে একের পর এক কীর্তি গড়ে তুলছেন, অপরদিকে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা হিসেবে বিবেচিত হতে শুরু করেছেন। তবে যেভাবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বছরের পর বছর একই পারফর্মেন্স দিয়ে এসেছেন, সেটিকে রুপান্তর করতে এখনও অনেক পরিশ্রম করতে হবে এই দুই সুপারস্টারকে।