দলের নবাগত ফুটবলারের গোলে জয় দিয়ে এ বছরের আইএসএল অভিযান শুরু করলো চেন্নাইন এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক :- হায়দরাবাদ এফসি বিরুদ্ধে ১-০ গোলে জয় দিয়ে এ বছরের আইএসএল অভিযান শুরু করলো চেন্নাইন এফসি| ম্যাচ শুরু থেকে দুই দলই নিজেদের রক্ষণ সামলে আক্রমণে করছিলো | প্রথমার্ধে গোল শুন্য ভাবে শেষ হয়| দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮ মিনিটের মাথায় চিংলেনসানা সিংহের গোল অফসাইডের জন্য বাতিল করে দেন রেফারি |
ম্যাচের বয়স যখন ৬৫ মিনিট অনিরুদ্ধ থাপা কে বক্সের মধ্যে ফাউল করে বসে হায়দরাবাদ এফসির ফুটবলার হিতেশ শর্মা রেফারি সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে পেনাল্টির নির্দেশ দেন, এই পেনাল্টি কিক থেকে গোল করতে ভুল করেননি চেন্নাইন এফসির নবাগত ফুটবলার ভ্লাদিমির কোমান ৬৫ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেন|
দ্বিতীয়ার্ধে হায়দরাবাদ এফসি দারুণ ফুটবল খেলে ও গোলের দরজা খুলতে পারেনি অসাধারণ কিছু সেভ করে দলের অবধারিত পতনরোধ করেন চেন্নাইন এফসির গোলরক্ষক বিশাল কাইথ |