হারের পথে ফিরল ইস্টবেঙ্গল

চেন্নাইন এফসি - ২ (লালচুংনুংগা - আত্মঘাতী গোল, রহিম আলি)
ইস্টবেঙ্গল এফসি - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর দুই ম্যাচে হারেনি ইস্টবেঙ্গল, সমর্থকদের মুখের হাসিটা যেন খানিকটা ফুটছিল। কিন্তু সেই হাসি আবারও বিষাদে পরিণত করল তাদের প্রিয় লাল-হলুদ ব্রিগেড। রবিবার চেন্নাইন এফসির বিরুদ্ধে ০-২ ফলে হারল ইস্টবেঙ্গল।
এদিনের ম্যাচে আরও বেশি গোল করতে পারত চেন্নাইন। শুরুতেই দুই গোল করে এগিয়ে যেতে পারত, কিন্তু তা হয়নি। এদিকে ভিপি সুহের ক্ষমার অযোগ্য একটি গোল মিস করেন। কিন্তু ম্যাচে দাপট ছিল চেন্নাইনেরই।
দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে অনিরুধ থাপার ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন লালচুংনুংগা। চুক্তিবৃদ্ধি হওয়ার পর থেকে ভালো খেলাটাই যেন ভুলে গিয়েছেন এই মিজো ডিফেন্ডার। আর চোট পাওয়ার পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন চারালাম্বোস কিরিয়াকু।
এদিনের ম্যাচে কার্যত ফ্লপ ক্লেইটন সিলভা ও জেক জার্ভিসের জুটি। হয়ত চলতি আইএসএলে এই প্রথম একেবারে ভালো খেলতে পারেননি ক্লেইটন। কিছুটা উজ্জ্বল ছিলেন নাওরেম মহেশ সিং। তবুও একার দ্বারা ফুটবল ম্যাচ তো আর জেতা হয় না।
ম্যাচের ৮৭ মিনিটে দুরন্ত রান করে ইস্টবেঙ্গল গোলকিপার কমলজিত সিংকে ঘুরিয়ে ফাঁকা গোলে বল ঢোকান রহিম আলি। কার্যত দুই বাঙালির কাছে হারল ইস্টবেঙ্গল। গোল করেন রহিম, আর ইস্টবেঙ্গলকে রুখে দেন চেন্নাইনের বাঙালি গোলকিপার শমিক মিত্র।