ইংল্যান্ড সেরা ম্যান সিটিকে বোতলবন্দী করে ইউরোপ সেরা চেলসি

ম্যানচেস্টার সিটি - ০
চেলসি - ১ (কাই হাভের্তস)
পোর্তো, পর্তুগাল : দুই ইংরেজ হেভিওয়েটের লড়াই, তার উপর উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল - সব মিলিয়ে উত্তেজনা জোরদার ছিল। আর সেই উত্তেজনার যোগ্য ফুটবল খেলেছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। একদিকে সিটির দুর্দান্ত পাসিং ফুটবল, অন্যদিকে চেলসির দ্রুত কাউন্টার অ্যাটাক। কিন্তু শেষ অবধি দুর্দান্ত লড়াই করে সিটির দাপটকে আটকে ইউরোপ সেরা হল চেলসি।
শুরু থেকেই বল পজেশনে এগিয়ে ছিল সিটি। মাহরেজ এবং স্টার্লিং উইং থেকে আক্রমণে উঠছিলেন। কিন্তু চেলসির দুই উইংব্যাক রিসে জেমস এবং বেন চিলওয়েল দারুণ ডিফেন্স করেছেন। অন্যদিকে দ্রুত কাউন্টার অ্যাটাকে টিমো ওয়ের্নের একাধিক দারুণ সুযোগ পেয়েও গোল করতে অক্ষম হন।
কিন্তু এক জার্মান যখন গোল করতে অক্ষম, তখন আর এক জার্মান কাই হাভের্তস গোল করে এগিয়ে দেন চেলসিকে। ৪২ মিনিটে মেসন মাউন্টের থ্রু বলে আগুয়ান সিটি গোলকিপার এডারসনকে টপকে ফাঁকা গোলে বল ঠেলে দেন হাভের্তস। আর এর জেরে এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে চেলসি।
দ্বিতীয়ার্ধে আরও তেড়েফুঁড়ে আক্রমণে নামে সিটি। ৬০ মিনিটের পর দুই স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও সের্জিও আগুয়েরোকে নামিয়ে আক্রমণ বাড়িয়ে দেন পেপ গুয়ারদিওলা। কিন্তু চেলসির কড়া ডিফেন্সকে টপকাতে অক্ষম ছিল সিটির ফুটবলাররা। শেষ অবধি প্রবল চাপ দিতে থাকলেও আজপিলিকুয়েতা-রুডিগার-ক্রিসচেনসেনের ডিফেন্সে আটকে যায় সিটি।
এখানে নিঃসন্দেহে বলতেই হবে চেলসি কোচ টমাস টুখেলের কৃতিত্ব। নিজের খেলোয়াড়দের প্রতি অগাধ আস্থা দেখিয়েছেন তিনি। গত বছর পিএসজির কোচ হয়ে রানার্স হলেও এবার সেই খ্যাতি অর্জন করলেন টুখেল। অন্যদিকে, বার্সিলোনা থেকে বেরিয়ে আসার পর চ্যাম্পিয়নস লিগ অধরাই থেকে গেল পেপ গুয়ারদিওলার কাছে।