কান্তের দাপটেই হাঁপিয়ে উঠল রিয়াল মাদ্রিদ, অল ইংলিশ ফাইনাল নিশ্চিত করল চেলসি

চেলসি - ২ (টিমো ওয়ের্নের, মেসন মাউন্ট)
রিয়াল মাদ্রিদ - ০
দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জয়ী চেলসি
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একদিকে ছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগের সবথেকে সফল দল রিয়াল মাদ্রিদ, অন্যদিকে ছিল মাঝ মরশুমে কোচ বদলে নয়া ফর্মুলা তৈরি করা টমাস টুখেলের চেলসি। কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের দূর্গে লস ব্ল্যাঙ্কোসকে ধূলিসাৎ করে দিল চেলসি, আর এর বড় কারণ হচ্ছেন এনগোলো কান্তে। ফরাসি এই মিডফিল্ডার সারা মাঠ দৌড়ে বেড়িয়ে রিয়ালের নাভিশ্বাস বের করে দেন।
শুরু থেকে খেলাটা ধীর গতিতে চলছিল। ১৮ মিনিটেই টিমো ওয়ের্নের গোল করে দিলেও অফসাইডের জন্য বাতিল হয়। তবে রিয়ালও আক্রমণের চেষ্টা চালাচ্ছিল। কিন্তু ২৮ মিনিটে এগিয়ে যায় চেলসি। রিয়ালের অর্ধে ওয়ের্নেরের সাথে দারুণ ওয়ান টু খেলেন কান্তে, এরপর কাই হাভের্তসকে বল দিলে তার বাঁ পায়ের শট লাগে ক্রসবারে, কিন্তু সেখান থেকে হেড মেরে গোল করে দেন ওয়ের্নের। এদিকে দুইবার করিম বেঞ্জেমাকে গোল করা থেকে আটকান গোলকিপার এডুয়ার্ড মেন্ডি।
এদিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের ঝাঁঝ তুলে আনে চেলসি। আবারও বারে মারেন হাভের্তস। একের পর এক আক্রমণে হতভম্ব হয়ে পড়ে রিয়াল। আর শেষ অবধি ৮৫ মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায় চেলসি। নাচোর থেকে বল কেড়ে নিয়ে ক্রিশ্চিয়ান পুলিসিচকে বাড়ান কান্তে। এরপর দারুণ পাস বাড়ান মেসন মাউন্টের উদ্দেশ্যে, যিনি একেবারে টপ কর্নারে রাখতে ভুল করেননি। আর এর জেরে ২০১২ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠল চেলসি।
ফাইনাল ভাগ্য আর হল না জিনেদিন জিদানের। পরপর তিন মরশুম চ্যাম্পিয়নস লিগের খেতাব থেকে দুরেই থাকল রিয়াল মাদ্রিদ। এদিকে পরপর দুই মরশুম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেন টমাস টুখেল। গত বছর পিএসজির কোচ হিসেবে উঠলেও বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায়, এবার আরও এক ফেভারিট ম্যানচেস্টার সিটির মুখোমুখি টুখেল। স্বপ্নপূরণ কি করতে পারবেন?