উয়েফা চ্যাম্পিয়স লিগের শেষ ১৬র সূচী প্রকাশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ নভেম্বর মাস এমনিতেই ফুটবল ভক্তদের বিশ্বকাপ জ্বরে ফেলে দিয়েছে। এরই মাঝে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ ১৬ এর সূচী প্রকাশ হল আজ, ৭ নভেম্বর। উয়েফার তরফে লাইভ ড্র করে এই সূচী স্থির করা হয়।
জেনে নিন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ রাউন্ডে কোন ক্লাব কার বিরুদ্ধে খেলবে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সূচী
ম্যানচেস্টার সিটি বনাম লিপজিগ
ক্লাব ব্রুজ্ঞি বনাম বেনফিকা
লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ
এসি মিলান বনাম টটেনহ্যাম
ফ্রাঙ্কফুর্ট বনাম নাপোলি
ডর্টমুন্ড বনাম চেলসি
ইন্টার মিলান বনাম পোর্তো
পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ