সপ্তমীতেই হবে কলকাতা লিগের সেমি ফাইনাল, ফাইনালের দিনও নির্ধারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন এ এর সেমি ফাইনালে মুখোমুখি মহমেডান স্পোর্টিং ও ইউনাইটেড স্পোর্টস। কথা ছিল, দুর্গাপুজোর পরে হওয়ার কথা সেমি ফাইনাল। কিন্তু এখন যা সম্ভাবনা, তাতে পুজোর মধ্যেই সেমি ফাইনাল ম্যাচ আয়োজন করতে চলেছে আইএফএ। আগামী ১২ অক্টোবর অর্থাৎ সপ্তমীতে আয়োজিত হবে এই সেমি ফাইনাল
জানা গিয়েছে, মহমেডান স্পোর্টিং চাইছে না দীর্ঘদিনের বিরতিতে মোমেন্টাম যাতে নষ্ট না হয়। যার ফলে পুজোর মধ্যে সেমি খেলতে আগ্রহী মহমেডান। এদিকে ইউনাইটেড স্পোর্টসও কল্যাণীতে অনুশীলন বজায় রেখেছে। যদিও সাদা-কালো ব্রিগেড চাইছে, যুবভারতীতে হোক সেমির ম্যাচ। তবে কল্যাণীতেই আয়োজন করার সম্ভাবনা বেশি।
এদিকে লক্ষ্মীপুজোর পরেই ফাইনাল আয়োজন করতে আগ্রহী আইএফএ। যা সম্ভাবনা, ১৮ অক্টোবরে প্রিমিয়ার ডিভিশন এ এর ফাইনাল আয়োজিত হবে। ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে রেলওয়ে এফসি। এবার ইউনাইটেড স্পোর্টস ও মহমেডান ম্যাচের বিজয়ী উঠবে ফাইনালে।