ব্রাজিলের নতুন কোচ হতে পারেন এই অভিজ্ঞ প্রশিক্ষক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ভরাডুবির পর কোচ টিটে তাঁর দায়িত্ব থেকে সরে এসেছেন। ফলে পরবর্তী টুর্নামেন্টগুলিতে ব্রাজিলের তরুণ প্রজন্মকে সামলাবেন কে? সেই নিয়ে চিন্তিত ব্রাজিল ভক্তরা। ইতিমধ্যে বেশকিছু বড় নাম শোনা যাচ্ছে যারা ব্রাজিলের কোচ হতে পারেন।
সম্প্রতি শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ হেড কোচ কার্লো আন্সেলোত্তিকে ব্রাজিলের কোচ বানাতে আগ্রহ দেখিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এবং খবর অনুযায়ী আন্সেলোত্তিও ব্রাজিলের এই অফার নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন।
ফুটবল ইতিহাসে কার্লো একটি বড় নাম। ক্লাব ফুটবলে তিনি একমাত্র কোচ যিনি ৫টি বড় ইউরোপিয়ান লিগে বড় নাম। তবে বর্তমানে রিয়াল মাদ্রিদের সাথে ২০২৪ সাল অবধি চুক্তি রয়েছে। কিন্তু খবর, চলতি মরশুমের শেষে রিয়ালের দায়িত্ব ছাড়তে পারেন এই ইতালীয় প্রশিক্ষক।
এই পরিস্থিতিতে কার্লো আনসেলোত্তির মত বড় নামকে আনতে পারলে হয়ত ফের সাফল্যের পথে ফিরতে পারবে ব্রাজিল। ২০২১ কোপা আমেরিকায় ফাইনালে হার, আর এবার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিদায় - সব মিলিয়ে বেশ চিন্তিত ব্রাজিল সমর্থকরা।