ফিফা-উয়েফার উপর ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলোত্তি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা ও ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফার এই কাজে ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ হেড কোচ কার্লো আনসেলোত্তি। কিন্তু কেন?
বর্তমানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে যোগ্যতা অর্জন করেছে রিয়াল মাদ্রিদ। এদিকে কোপা ডেল রে ফাইনালে ওসাসুনার বিরুদ্ধে খেলবে তারা। আবার লা লিগায় সেল্টা ভিগোর বিরুদ্ধে পরের ম্যাচ খেলবে লস ব্ল্যাঙ্কোসরা। কিন্তু লা লিগার ম্যাচের আগে, কার্লো আনসেলোত্তি ক্ষোভ উগড়ে দিলেন ফুটবলের দুই শীর্ষস্থানীয় সংস্থার উপর।
এই নিয়ে আনসেলোত্তি বলেছেন, "দেখতে গেলে, এই সূচির কোনও মানে হয় না। খুবই ব্যস্ত সূচি এটি, যেখানে অনেক বেশি ম্যাচ রয়েছে। আমাদের খেলোয়াড়দের সুস্থতার বিষয়ে দেখতে হবে।"
"এগুলো ফুটবলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সবাই নিজের কথা ভাবে। লিগ নিজেদের কথা ভাবে, ফেডারেশন নিজেদের কথা ভাবে, ফিফা নিজেদের কথা ভাবে। এটা ফুটবলের জন্য ভালো নয়। এটা ঠিক নয়। কিছু জিনিস বদলানোর দরকার। অনেক বেশি ম্যাচ।"
আগামী ৯ মে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের প্রথম লেগ খেলতে নামবে রিয়াল মাদ্রিদ।