যুবভারতীতে খুলল গোলের দরজা, কেরলের বিরূদ্ধে জয়ী এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মোহনবাগানের মরশুম জুড়ে শুধুমাত্র গোল নষ্ট, এ নিয়ে কোনও সন্দেহ নেই। দিমিত্রি পেত্রোতোস ছাড়া মোহনবাগানের যেন গোল করার কেউ নেই। পেত্রাতোস ব্যর্থ হলেই চাপে পড়েছে সবুজ মেরুন। প্রতিটা পয়েন্ট কত জরুরি এখন এটিকে মোহনবাগানের চেয়ে ভালো আর কেউ জানে না। লিগের শেষ দিকে এসে এখন কঠিন পরিস্থিতিতে এটিকে মোহনবাগান। লিগের মাঝ পথে অনেকটাই সুরক্ষিত দেখিয়েছিল। এদিকে শনিবার এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ ছিল কেরালা ব্লাস্টার্স।
এই ম্যাচে হারলে তাকিয়ে থাকতে হত ২৫ ফেব্রুয়ারি ডার্বির দিকে। বাকি দুই ম্যাচ থেকে অন্তত তিন পয়েন্ট প্রয়োজন এটিকে মোহনবাগানের। কিন্তু এদিন নিজেদের ঘরের মাঠে অবশেষে জয় এল এটিকে মোহনবাগানের। কেরলাকে ২-১ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন ব্রিগেড। একই সাথে প্লে অফের রাস্তাও অনেকটা পরিষ্কার হয়ে গেলো জুয়ান ফেরান্দোর দলের জন্য।
ম্যাচের নায়ক কার্ল ম্যাকহিউ। একাই দুই গোলে দিয়ে নিশ্চিত করলেন আইএসএলের প্লে অফ। একই সাথে লিগ টেবিলের ৩ নম্বরে উঠে এসে প্লে অফের ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগও তৈরী করে ফেললো ম্যাকহিউ-পেত্রাতোসরা।
যদিও ম্যাচের শুরুতে পরিস্থিতি অন্য ছিল। ম্যাচের ১৬ মিনিটেই দিয়ামানতাকোসের গোলে এগিয়ে যায় কেরালা। যদিও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি কেরালার দল। ২৩ মিনিটেই গোল শোধ কার্ল ম্যাকহিউর। ফ্রিকিক থেকে দিমিত্রির ভাসানো বলে হেড করে গোল করে যান কার্ল।
এরপর দুই দল বেশ কিছু গোলমুখি আক্রমণ তৈরী করলেও গোল করতে ব্যর্থ হন দুই দলের ফুটবলারই। ম্যাচের দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগানের জন্য জয়সূচক গোলটি করেন কার্ল। মানভিরের পাসে কেরালার গোলরক্ষক গিলকে পরাস্ত করে গোল করে যান কার্ল।
এই ম্যাচ জয়ের সাথে জুয়ানের দল ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো। কেরালা ব্লাস্টার্স এই পরাজয়ের ফলে নেমে গেলো ৫ নম্বরে। তাদের পয়েন্টও ৩১ কিন্তু গোলপার্থক্যে এটিকে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসির থেকে পিছিয়ে সাহালের দলে।