কার্ল ম্যাকহিউয়ের উপরেই ভরসা রাখল এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কার্ল ম্যাকহিউ না হুগো বৌমোস, কাকে ছাড়বে এটিকে মোহনবাগান - এই নিয়ে জোর আলোচনা চলছিল। কিন্তু কার্ল ম্যাকহিউকে ধরে রাখার সিদ্ধান্ত নিল এটিকে মোহনবাগান।
মঙ্গলবার এটিকে মোহনবাগানের তরফ থেকে ঘোষণা করা হয়, আগামী দুই বছরের জন্য সবুজ-মেরুণ শিবিরে থেকে যাচ্ছেন কার্ল। গত দুই বছর ধরে এটিকে মোহনবাগানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে রয়েছেন কার্ল।
সদ্য এএফসি কাপের গ্রুপ পর্বে এটিকে মোহনবাগানের ডিফেন্সেও দায়িত্ব সামলেছেন কার্ল। এমন ভার্সিটাইল ফুটবলার খুব কমই পাওয়া যায়। এই কারণেই সম্ভবত আইরিশ এই ফুটবলারকে রেখে দিলেন কোচ জুয়ান ফেরান্ডো।
তাহলে কি হুগো বৌমোসের বিদায় নিশ্চিত? যদিও এই নিয়ে খবর আপাতত আসেনি, তবে এটিকে মোহনবাগানে জুয়ান ফেরান্ডোর সিস্টেমে চোটপ্রবণ হুগো কতটা ফিট হবেন, সে নিয়ে প্রশ্ন রয়েইছে।